বাংলাহান্ট ডেস্কঃ করোনাকালে গ্রাহকদের জন্য এক বিশেষ সুবিধা নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) ৷ চালু করেছে দুয়ারে পরিষেবা। দেশের সব থেকে বড় এই সরকারি ব্যাঙ্ক, গ্রাহকদের সুবিধার্থে নানা সময়ে নানা স্কিম বের করে থাকে।
স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে এক ট্যুইট বার্তায় জানানো হয়েছে, এবার থেকে বাড়ি বসেই মিলতে পারে নগদ টাকা থেকে শুরু করে পে অডার্স (Pay Orders), নতুন চেকবই (New Cheque book) সবকিছুই। এই দুয়ারে পরিষেবার সুযোগ পেতে গেলে, আবেদন করতে হবে হোম ব্রাঞ্চে।
তবে এই সুবিধা পেতে হলে গ্রাহকদের রেজিস্টার্ড ঠিকানা, হোমব্রাঞ্চের থেকে ৫ কিমির মধ্যে হওয়া আবশ্যক। নাহলে গ্রাহক এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। নাম নথিভুক্ত করার জন্য মোবাইল ব্যাঙ্কিং অথবা রেজিস্টার্ড মোবাইল নম্বর বা কলসেন্টারের মাধ্যমেও করা যাবে।
আবার টোল ফ্রি 1800111103 নম্বরে ফোন করেও এই পরিষেবা পাওয়ার জন্য আবেদন করা যাবে। দুয়ারে পরিষেবার সুযোগ পাওয়ার জন্য গ্রাহকরা প্রয়োজনে ব্যাঙ্কে গিয়েও বিশদে জানতে পারবেন।
এই সুবিধার আয়ত্তায় গ্রাহকরা প্রতিদিন ২০০০০ টাকা জমা বা তোলা করতে পারবেন। তবে প্রতিটি লেনদেনহীন পরিষেবার জন্য জিএসটি এবং অতিরিক্ত শুল্ক হিসাবে ৬০ টাকা দিতে হবে।