আবহাওয়ার ইউ টার্ন! ৯ রাজ্যে তাপপ্রবাহ, ১৫ রাজ্যে বৃষ্টি, কী হবে বাংলায়?

বাংলা হান্ট ডেস্কঃ দেশজুড়ে বিরাট ভেলকি দেখাচ্ছে আবহাওয়া। ইতিমধ্যেই দেশের বেশ কিছু অংশে শুরু হয়ে গিয়েছে তীব্র তাপপ্রবাহ। এরইমধ্যে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী ৩ দিন দেশের বেশ কিছু অংশে তীব্র তাপপ্রবাহ চলবে। যার জন্য, ইতিমধ্যেই আগাম সতর্কতা বলে জারি হয়েছে বলে খবর। সেই সঙ্গে দেশের কিছু অংশে শিলাবৃষ্টি ও বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। কেমন থাকবে বাংলার আবহাওয়া (South Bengal Weather)?

আবহাওয়ার (South Bengal Weather) আগাম আপটেড

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ এলাকায়। জানা যাচ্ছে, ওই ঘূর্ণাবর্ত দুটি প্রবল দুর্বল হয়ে পড়বে অসম এবং রাজস্থানে।এই মুহূর্তে অক্ষরেখা রয়েছেন রাজস্থানের ঘূর্ণাবর্ত থেকে পঞ্জাব প্রদেশ পর্যন্ত। ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।জম্মু-কাশ্মীর লাদাখ মোজাফফরবাদ,এবং হিমাচল প্রদেশ ছাড়াও বজ্রবিদ্যসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে রাজস্থান, উত্তরপ্রদেশ এবং হরিয়ানাতে। বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়া।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কে সত্যি করে দোলের পরেই ঊর্ধ্বমুখী হয়েছে তাপমাত্রার পারদ। রবিবারের সকালের দিকেও তীব্র ঠান্ডা বাতাস বইছিল। অন্যদিকে এই ভরা মার্চ মাসেই প্রবল তাপপ্রবাহের কবলে পড়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম-বর্ধমান,পূর্ব-মেদিনীপুর, বীরভূম এবং পুরুলিয়া জেলা।

জানা যাচ্ছে, আগামীকাল অর্হৎ সোমবার ওই ৬ জেলার তাপপ্রবাহ বহাল থাকবে। প্রসঙ্গত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বাকি জেলায় স্বাভাবিকের তুলনায় তিন বা চার ডিগ্রি বেশি তাপমাত্রা বেশি আছে বলে জানা যাচ্ছে। ওই জেলাগুলোতে ব্যাপক তাপপ্রবাহ শুরু হতে চলেছে। তবে আগামী ১৮ থেকে ১৯ মার্চ বিরাট হাওয়া বদল হতে চলেছে। পশ্চিমী গরম লু-কে আবার পরাস্ত করবে বঙ্গোপসাগর। জানা যাচ্ছে, আগামী ১৮ মার্চ দুপুরের পর থেকে বাড়বে জলীয়বাষ্প। শুষ্ক গরমের বদলে দরদরিয়ে ঝরতে থাকবে ঘাম।

আরও পড়ুন: মার্চেই হাঁসফাঁস গরম! রেহাই মিলবে কবে? স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

কলকাতায় (South Bengal Weather) আজ সর্বাধিক তাপমাত্রা পৌঁছেছে  ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিকের থেকে প্রায় ৩.৯ ডিগ্রি বেশি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ, কলকাতার আজ উষ্ণ দিন। এদিকে উপকূলবর্তী জেলাগুলিতেও রয়েছে ভ্যাপসা গরম।

Rainfall alert South Bengal weather Kolkata North Bengal West Bengal weather update

ভ্যাপসা গরমের মধ্যেই আবহাওয়া দপ্তর থেকে এল দারুণ আপডেট। জানা যাচ্ছে, বুধবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু একটু করে কমতে শুরু করবে। পরের দু’দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর