ভারতের এই রেলস্টেশনে যেতে লাগবে পাসপোর্ট, ভিসা! না থাকলেই সোজা গারদে

বাংলা হান্ট ডেস্কঃ আমাদের দেশে একটি প্রধান পরিবহন মাধ্যম হলো ‘ভারতীয় রেলওয়ে”। আমাদের দেশের রেলওয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক এবং এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম। রিপোর্ট অনুসারে দেখতে গেলে, গোটা ভারতে মোট 8338 টি রেল স্টেশন রয়েছে, যার মাধ্যমে রোজ কোটি কোটি মানুষ যাতায়াত করে এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে। তবে আজ এমন এক রেলস্টেশনের ব্যাপারে আলোচনা করা হবে, যেখানে যেতে আমাদের ভিসা এবং পাসপোর্টের প্রয়োজন হবে। শুধু তাই নয় ভিসা ছাড়া কেউ এখানে গেলে তাকে জেলে যেতে হতে পারে।

এই রেলওয়ে স্টেশনের নাম হলো আটারি। তবে এই স্টেশনটি আটারি শ্যাম সিং স্টেশন নামে পরিচিত।ভারতে অবস্থিত পাঞ্জাবের শেষ রেলওয়ে স্টেশন এই আটারি। ভারতে অবস্থিত হলেও এখানে যাওয়ার জন্য আপনার পাকিস্তানি ভিসা লাগবে। 24 ঘন্টা এই এলাকাটি গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা দ্বারা বেষ্টিত থাকে। দেশের যে কোন নাগরিক ভিসা ছাড়া এই রেলস্টেশনে যদি উপস্থিত হন তবে ফরেন অ্যাক্ট ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয় এবং যাতে জামিন পাওয়া খুবই কঠিন বলে ধরা হয়।

আটারি রেলওয়ে স্টেশন অপর একটি ঘটনার জন্য বিখ্যাত এবং তা হলো দেশের সবচেয়ে ভিভিআইপি ট্রেন সমঝোতা এক্সপ্রেসকে এই রেলস্টেশন থেকেই ফ্ল্যাগ অফ করা হতো। যদিও কাশ্মীর থেকে 370 ধারা তুলে নেওয়ার পর বন্ধ হয়ে যায় সমঝোতা এক্সপ্রেস। আটারি দেশের প্রথম রেলস্টেশন যেখানে ট্রেনকে পতাকা দেখানোর জন্য শুল্ক দফতরের পাশাপাশি ট্রেনে বসা সকল যাত্রীদের কাছ থেকেও অনুমতি নেওয়া হয়।

RAIL STATION

আটারি শ্যাম সিং স্টেশনের একদিকে অমৃতসর আর অন্যদিকে লাহোর। এই স্টেশনটি তেমন বড় না হলেও এখানকার ভূমিকা বিশাল বলেই গণ্য করা হয়। ফলে আপনিও যদি এই স্টেশন এলাকায় যাওয়ার কথা ভাবেন, তবে সঙ্গে অবশ্যই রাখতে হবে ভিসা।


Sayan Das

সম্পর্কিত খবর