পুজোয় থাকুক ‘মিঠাই’ সাজ, এত টাকা খরচ করলেই পাবেন সৌমিতৃষার পরা এই শাড়ি

বাংলাহান্ট ডেস্ক: দৈনন্দিন বিনোদনের জন্য সিরিয়ালের থেকে ভাল আর কিছু হয় না। আর সিরিয়ালের চরিত্ররা যে কখন বাস্তব জীবনের একটা অংশ হয়ে ওঠে সেটাও বোঝা দায় হয়ে দাঁড়ায়। সিরিয়ালের নায়ক নায়িকাদের মতো সাজসজ্জাও ট্রেন্ডে চলে আসে। এবারে যেমন ‘মিঠাই’ (Mithai) এর অনুকরণে সাজতে অনেকেই পছন্দ করছেন। তার ঘরোয়া লুক থেকে গ্ল্যাম অবতার, সবই দারুন বিকোচ্ছে মার্কেটে।

এমনিতে সিরিয়ালে মিঠাইকে সাধাসিধা ঘরোয়া লুকেই দেখা যায়। সুতির শাড়ি, রোজের হালকা গয়না আর চুলে বিনুনি, এই হল মিঠাইয়ের সিগনেচার স্টাইল। তবে বিয়েবাড়ি এবং অন্যান্য পুজো, অনুষ্ঠানে ভিন্ন লুকে দেখা মেলে তাঁর। যেহেতু সৌমিতৃষা কুণ্ডুর হলুদ, গোলাপি রঙগুলো বেশি পছন্দ, তাই মূলত এই দুই রঙের শাড়িতেই সাজানো হয় মিঠাইকে।

Mithai soumitrisha
তবে মাঝেমধ্যে লুক বদলে অফ হোয়াইট শাড়িতে ‘এলিগেন্ট’ রূপেও ধরা দেয় মিঠাই। কিন্তু কিছুদিন আগে সিড মিঠাইয়ের বিবাহ বার্ষিকীতে মিঠাই ওরফে সৌমিতৃষার পরা একটি শাড়ি সকলেরই নজর কেড়ে নিয়েছে। যারা একই রঙের শাড়ি বাবরবার পরানোর জন্য অভিযোগ তুলেছিলেন নির্মাতাদের বিরুদ্ধে, তারা মুগ্ধ হয়ে গিয়েছিলেন মিঠাইকে ওই রূপে দেখে।

ওই বিশেষ পর্বে কালো শিফনের শাড়িতে ধরা দিয়েছিলেন সৌমিতৃষা। সম্পূর্ণ সিক্যুইনের কাজ করা ছিল শাড়িটিতে। সঙ্গে নেটের বেলুন স্লিভ ব্লাউজ ও কোমরে একটি সরু বেল্ট পরেছিলেন সৌমিতৃষা। সব মিলিয়ে দুর্দান্ত দেখাচ্ছিল মিঠাই রানীকে। সেদিনের বিশেষ পর্বের জন্য শাড়িটি একেবারে উপযুক্ত ছিল বলে দাবি করেছিলেন দর্শকরা।

https://www.instagram.com/reel/CiDhJuMBKP-/?igshid=YmMyMTA2M2Y=

তবে দূর্গাপুজোর নবমীর রাতের জন্যও কিন্তু দারুন মানাবে শাড়িটা। গ্ল্যাম লুকের জন্য দারুন মানানসই এই শাড়িটি। টলিউডের নামী ডিজাইনার তথা সৌমিতৃষার খুব ভাল বন্ধু রুদ্র সাহার ডিজাইন করা শাড়িটি নিজের করে পেতে পারেন আপনিও। শুধু খরচ করতে হবে ১৭ হাজার ৫০০ টাকা। তাই পুজোয় মিঠাই সাজ চাইলে কিন্তু এই সুন্দর শাড়িটা কিনে দেখতেই পারেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর