বোরখা পড়ে শাহিনবাগে গেলেন ইউটিউবার গুঞ্জা কাপুর 

দিল্লির সভামঞ্চে দাঁড়িয়ে সোমবার মোদী বললেন, ‘‘জামিয়া, শাহিনবাগের আন্দোলনের নেপথ্যে রাজনীতি রয়েছে। দেশের সম্প্রীতি নষ্ট করতে একটা রাজনৈতিক চক্রান্ত এটা’’।জামিয়ার পর শাহিনবাগে বিক্ষোভস্থলে গুলি চালানোর ঘটনা নয়া মোড় নেয়। প্রসং্গত কিছুদিন আগে শাহিনবাগের কাছে জসোলা রেড লাইটের কাছে পুলিশ ব্যরিকেডের সামনে গুলি চালায় এক যুবক।

গুলিতে কেউ আহত না হলেও শাহিনবাগের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনকারীদের গুলি করে মারার হুমকি দেয় ওই যুবক। জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে গুলি চালায় ওই যুবক দাবি প্রত্যক্ষদর্শীদের।এদিন ইউটিউবার গুঞ্জা কাপুর  ঢুকে পড়েছিলেন নয়া দিল্লির শাহিনবাগ-এ সিএএ-বিরোধী আন্দোলনকারীদের ভিড়ে। তাঁর উদ্দেশ্য ঠিক কী ছিল জানা না গেলেও, তা সফল হয়নি। আন্দোলনকারী মহিলারা তাঁকে ধরে ফেলে সরিতা বিহার তানার পুলিশের হাতে তুলে দেয়।

AG2

 

ওড়িশার জেভিয়ার্স ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের প্রাক্তন ছাত্রী গুঞ্জা কাপুর ‘পহলে ইন্ডিয়া ফাউন্ডেশন’ নামে এক সংস্থার অ্যাসোসিয়েট ফেলো। এই সংস্থাটি একটি অলাভজনক নীতি নির্ধারক থিংক ট্যাঙ্ক। গুঞ্জা কাপুরের তাদের হয়ে অতীতে আর্থিক প্রযুক্তি এবং ব্যবসায় স্বাচ্ছন্দ্য নিয়ে গবেষণামূলক কাজ করেছেন। এছাড়াও তার আরেকটি বড় পরিচয় হল, তিনি একজন ডানপন্থী রাজনৈতিক বিশ্লেষক। ‘রাইট ন্যারেটিভ’ নামে তাঁর একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেকে সেই চ্যানেলের কিউরেটর হিসাবে বর্ণনা করেছেন।

সেই চ্যানেলে সাধারণত গুঞ্জা কাপুর নিয়মিত সাম্প্রতিক বিভিন্ন বিষয় বিশ্লেষণ করেন। ভিডিও গুলির নাম, ‘হিম্মত ক্যায়সে হুই কেজরিওয়াল’, ‘কপিল সিবাল ৯ বার সিএএ নিয়ে মিথ্যা বলেছেন’ – এরকম। এমনকি টুইটারেও বেশ জনপ্রীয় গুঞ্জা কাপুর। তাঁর ২৪,০০০-এরও বেশি ফলোয়ার রয়েছে। সেই ফলোয়ারদের মধ্যে বিজেপি নেতা তেজস্বী সূর্য-সহ একাধিক প্রথম সারির বিজেপি নেতারা রয়েছেন। এমনকী, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-ও তাঁর অন্যতম ফলোয়ার।ভারতের একাধিক জায়গায় এনআরসি নিয়ে প্রতিবাদে সরব হয় অনেক আম জনগন, তারপর এখানে পরিচয় লুকিয়ে আসেন গুঞ্জা ।

 


সম্পর্কিত খবর