এবার ভারতে এন্ট্রি নিল Google Bard! এটির দুর্দান্ত সব ফিচার্স জানলে চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: যত দিন এগোচ্ছে ততই নিত্যনতুন ফিচার্স যুক্ত হচ্ছে Google-এর সাথে। এমতাবস্থায়, নতুন Google Bard-এ Bard চ্যাটবট, প্লাগইন সাপোর্ট, টেক্সট টু ইমেজ জেনারেশনের মতো বিভিন্ন নতুন ফিচার্স যুক্ত করা হয়েছে। এদিকে, Google Bard চলতি বছরের ফেব্রুয়ারিতে লঞ্চ হলেও সেটি আমেরিকা এবং ব্রিটেনে উপলব্ধ ছিল। তবে, এবার এটি ভারত সহ ১৮০ টি দেশে উপলব্ধ করা হয়েছে। Google Bard জাপানি, কোরিয়ান সহ প্রায় ৪০ টি ভাষা সাপোর্ট করে।

এটি কি কাজ করবে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এখনও পর্যন্ত Google আপনাকে কোনো কিছু সার্চের পরিপ্রেক্ষিতে লিঙ্ক এবং ফটো প্রদান করত। কিন্তু এখন Google Bard-এর মাধ্যমে আপনি সরাসরি প্রশ্নের উত্তর পেতে পারবেন। এর জন্য আপনাকে কোনো লিঙ্ক দেওয়া হবে না। শুধু তাই নয়, Google Bard আপনাকে প্রবন্ধ লেখা থেকে শুরু করে অ্যাপ তৈরি করতেও সাহায্য করবে। অর্থাৎ, আপনি এটির সাহায্যে একাধিক গুরুত্বপূর্ণ কাজ সহজেই করতে পারবেন।

PaLM 2 সাপোর্ট: উল্লেখ্য যে, Google Bard-এ কোম্পানির লেটেস্ট ল্যাঙ্গুয়েজ মডেল PaLM2-র সাপোর্ট দেওয়া হয়েছে। মানে Bard কোডিংও করতে পারবে। এর পাশাপাশি, অ্যাডভান্সড ম্যাথ, রিজনিং স্কিলের সাপোর্টও মিলবে। সহজ কথায় Google Bard গণিতের জটিল প্রশ্ন নিমেষের মধ্যেই সমাধান করে দেবে।

দুর্দান্ত ভিজ্যুয়াল: বর্তমানে Google Bard-কে আরও বেশি ভিজ্যুয়াল ফ্রেন্ডলি করা হয়েছে। এর মানে হল আপনি Bard দিয়ে এবার দুর্দান্ত ভিজ্যুয়াল তৈরি করতে পারেন। এর জন্য আপনাকে Bard-কে জানাতে হবে আপনি ঠিক কি ধরণের ভিজ্যুয়াল চান।

প্রোগ্রামিং: Google Bard Python, C++, Go, Java Script, Ruby এবং Google Sheet-এর মতো ২০ টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। এমতাবস্থায়, সফ্টওয়্যার ডিজাইন করার জন্য আপনার কোনো ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে না। Google Bard-এর সাহায্যে সহজেই নতুন অ্যাপ ও সফটওয়্যার তৈরি করা যাবে।

whatsapp image 2023 05 12 at 4.16.11 pm

টেক্সট টু ইমেজ জেনারেশন: Google Bard-এ টেক্সট দিয়ে ছবি তৈরি করা যায়। উদাহরণস্বরূপ, আপনি যদি ভগবান রাম সম্পর্কে লিখিত ভাবে কোনো বিবরণ দেন সেক্ষেত্রে Google Bard ওই টেক্সট থেকে ভগবান রামের ছবি তৈরি করে দেবে।

বিশেষ দ্রষ্টব্য: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Google Bard এখনও ডেভেলপিং ফেজে রয়েছে। এমন পরিস্থিতিতে, কোম্পানি আগামী দিনে নতুন আপডেট প্রকাশ করবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর