কেমন হয় একজন IAS-এর বাড়ি? অন্দরমহলের ছবি দেখে রীতিমতো চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহার করেন না এমন মানুষ রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। একটু অবসর সময় পেলেই সেই সুযোগে আমরা ঢুঁ মারি নেটমাধ্যমে। এমতাবস্থায়, দেশের উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় থাকেন। শুধু তাই নয়, তাঁরা তাঁদের কর্মজীবন সহ ব্যক্তিগত জীবনযাপন সম্পর্কিত বিভিন্ন পোস্ট তুলে ধরেন সেখানে। যেগুলি আকৃষ্ট করে নেটিজেনদেরও।

এমন পরিস্থিতিতে IAS টিনা দাবি, IPS নভজ্যোত সিমি, IFS অপালা মিশ্র এবং IRAS অনন্ত রূপাংগুড়ির মতো উচ্চপদস্থ আধিকারিকরা টুইটার, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ার সাইটগুলিতে অত্যন্ত সক্রিয় থাকেন। পাশাপাশি, দিন দিন বাড়ছে তাঁদের অনুরাগীদের সংখ্যাও। মূলত, তাঁদের এই পোস্টগুলি উদ্বুদ্ধ করে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এমন পড়ুয়াদের। শুধু তাই নয়, পড়ুয়াদের সুবিধার্থে প্রায়শই একাধিক গুরুত্বপূর্ণ তথ্যও তুলে ধরেন তাঁরা।

এদিকে, সম্প্রতি IRAS অফিসার অনন্ত রূপাংগুড়ি লখনউতে একটি সরকারি বাসভবনের সুন্দর ছবি শেয়ার করেছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, অনন্ত রূপাংগুড়ি ১৯৯৭ ব্যাচের একজন IRAS অফিসার। বর্তমানে, তিনি চেন্নাইয়ের চোলাপুরম রেলওয়ে স্টেশনে পরিষেবা প্রদান করছেন। সম্প্রতি তিনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি সরকারি বাসভবনের কিছু ছবি শেয়ার করেছেন। জানা গিয়েছে এই ছবিগুলি তাঁর জুনিয়র সহকর্মীর সরকারি বাসভবনের। যিনি লখনউতে পোস্টেড রয়েছেন। তবে, অনন্ত তাঁর সেই সহকর্মীর নাম উল্লেখ করেননি।

whatsapp image 2023 02 25 at 7.58.16 pm (1)

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, IAS, IPS, IRAS-এর মতো পদমর্যাদার আধিকারিকরা ভালো বেতন সহ বিভিন্ন রকমের সুযোগ-সুবিধা পান। UPSC পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর, সফল প্রার্থীদের র‍্যাঙ্কিং এবং বিভিন্ন দিক মাথায় রেখে সার্ভিস বরাদ্দ করা হয়। পদোন্নতির সঙ্গে সঙ্গে তাঁরা একাধিক সুযোগ-সুবিধা পেতে শুরু করেন। এই সুবিধাগুলির মধ্যে রয়েছে সরকারি বাসস্থান, যানবাহন, গাড়ির চালক, মালি ইত্যাদি। তবে, কখনও কখনও সরকারি আধিকারিকদের এহেন বাসস্থান পেতে দীর্ঘ সময়ও লেগে যায়।

government job facilities (1)

এই প্রতিবেদনে প্রদত্ত ছবিগুলিতে আপনি দেখতে পাচ্ছেন যে ওই সরকারি আধিকারিক খুব সুন্দরভাবে সাজিয়েছেন তাঁর বাড়ির চারপাশটি। মূলত, যে বাড়িটির ছবি IRAS অনন্ত রূপাংগুড়ি শেয়ার করেছেন সেটি রঙিন এবং সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। এমনকি, এই ছবিগুলি নেটিজেনদের অবাকও করেছে। পাশাপাশি, অনেকেই নিজেদের প্রতিক্রিয়াও জানাচ্ছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর