কারুর উপহার বাংলো কেউ বা এক বছরেই বিলাসবহুল গাড়ির মালিক, তারকাসন্তানদের উপহারের বহর দেখলে চোখ কপালে উঠবে!

বাংলাহান্ট ডেস্ক: বিটাউনে তারকা সন্তানদের (star kid) রাজত্ব শুরু হয়ে গিয়েছে ইতিমধ‍্যেই। টাইগার শ্রফ, আথিয়া শেট্টি থেকে জাহ্নবী কাপুর, সারা আলি খান, অনন‍্যা পাণ্ডে একে একে অভিনয় জগতে পা রেখে ফেলেছেন অনেকেই। অনেকে বাকিও রয়েছেন।
তবে এদের পরের প্রজন্ম অর্থাৎ শাহরুখ খান পুত্র আব্রাম (abram), সইফ আলি খান পুত্র তৈমু্র (taimur ali khan) জনপ্রি তার দিক থেকে এরাও কম যায় না। এই ছোট বয়সেই লক্ষ লক্ষ অননুরাগী রয়েছে তাদের। সেলিব্রিটি বাবা মায়েরও চোখের মণি তারা। তা সন্তানদের উপহার দেওয়ার সময়েও কার্পণ‍্য করেন না তারকারা। আর সেসব উপহারের দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ‍্য।

New Project 7 14
আরাধ‍্যা বচ্চন– বচ্চন পরিবারের সর্বকনিষ্ঠ ও অমিতাভ বচ্চনের আদরের নাতনি আরাধ‍্যা। ২০১১ সালের ১৬ নভেম্বর জন্মগ্রহণ করে আরাধ‍্যা। এই বয়সেই বেশ পরিচিতি পেয়ে গিয়েছে সে। পাপারাৎজি রীতিমতো ভিড় জমায় আরাধ‍্যাকে একঝলক ক‍্যামেরাবন্দি করার জন‍্য। আরাধ‍্যার প্রথম জন্মদিনে একটি লাল রঙের বিএমডব্লিউ মিনি কুপার এস উপহার দিয়েছিলেন অভিষেক ও ঐশ্বর্য। দুবাই ভ্রমণেও যান তাঁরা। আরাধ‍্যার পাঁচ বছরের জন্মদিনে বাবা অভিষেকের তরফ থেকে উপহার ছিল বিলাসবহুল অডি এ৮।

74073448
তৈমুর আলি খান– খুদে তারকা সন্তানদের মধ‍্যে অন‍্যতম জনপ্রিয় তৈমুর। চার বছরের মিষ্টি ‘ছোটে নবাব’ এক্কেবারে ছোট্ট বয়স থেকেই তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। জানা যায়, তৈমুরের প্রথম জন্মদিনে ১.৩ কোটি টাকার একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছিলেন বাবা সইফ আলি খান। করিনার নিউট্রিশনিস্ট রুনুজা দিবেকর উপহার দিয়েছিলেন একটি গোটা জঙ্গল। ১০০০ স্কোয়ারফিট জুড়ে বিস্তৃত এই জঙ্গলে ১০০র ও বেশি গাছ রয়েছে।

851000 aryankhan suhanakhan abramkhan
আরিয়ান, আব্রাম ও সুহানা খান– কিং খান পুত্র আরিয়ান ও কন‍্যা সুহানার বলিউড ডেবিউ নিয়ে ইতিমধ‍্যেই জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। বিলাসবহুল জীবনযাপন নিয়ে মাঝেমধ‍্যেই সংবাদ শিরোনামে উঠে আসেন তাঁরা। বহু দামি উপহারের মধ‍্যে বলিউড বাদশার দেওয়া একটি উপহার নিয়ে বেশ চর্চা হয়েছিল। জানা যায়, ২০০৯ সালে আরিয়ান ও সুহানাকে একটি বিলাসবহুল অডি এ৬ উপহার দিয়েছিলেন শাহরুখ। তবে সবথেকে বিশেষ উপহার ছোট ছেলে আব্রামের। একটি সম্পূর্ণ কাঠের তৈরি ট্রি হাউস আব্রামকে উপহার দেন শাহরুখ ও গৌরি। একটি আসল বাড়ির মতোই এতে রয়েছে যাবতীয় ব‍্যবস্থা।

Rani Mukerji Daughter 1280x720 1
আদিরা চোপড়া– মেয়ে আদিরা চোপড়াকে সাধারণত পাপারাৎজি থেকে দূরেই রাখেন রানি মুখার্জি ও আদিত‍্য চোপড়া। তবে তাতে চর্চা বন্ধ হয়নি। জানা যায়, আদিরার জন্মদিনে তাকে জুহুতে দুটো বিলাসবহুল বাংলো উপহার দিয়েছেন রানি ও আদিত‍্য।

Niranjana Nag

সম্পর্কিত খবর