গুগলে ছাঁটাই চললেও বহাল তবিয়তেই রয়েছেন পিচাই, সুন্দরের বাড়ির দাম জানলে আঁতকে উঠবেন

Published On:

বাংলা হান্ট ডেস্ক: গুগলের (Google) CEO সুন্দর পিচাইকে চেনেন না এমন ভারতীয় রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। ভারতীয় বংশোদ্ভূত এই জনপ্রিয় ব্যক্তি মাদুরাইয়ে জন্মগ্রহণ করেছিলেন। পাশাপাশি, খড়্গপুর IIT থেকে স্নাতক হওয়া পিচাই বর্তমানে গুগল তথা তার মালিকানাধীন সংস্থা অ্যালফাবেটের CEO পদে আসীন রয়েছেন। এমতাবস্থায়, সুন্দরের উত্থান এবং তাঁর কর্মজীবন সম্পর্কে বিভিন্ন তথ্য প্রায়শই সামনে এলেও তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়না।

তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা সুন্দরের বিলাসবহুল বাড়ির প্রসঙ্গ আপনাদের কাছে তুলে ধরবো। তাঁর ওই প্রাসাদোপম বাড়ির বিষয়ে জানলে রীতিমতো চোখ কপালে উঠবে সবার। শুধু তাই নয়, বাড়িটির দাম জানলেই অবাক হয়ে যাবেন। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা কান্ট্রির লস অ্যালটসে থাকা পিচাইয়ের ওই বাড়িটি পাহাড়ের কোলে ৩১ একর জমির উপরে তৈরি হয়েছে।

বাড়িটি সুন্দর কিনেছিলেন ৪০ মিলিয়ন ডলার বা ৪ কোটি ডলারের বিনিময়ে। এমতাবস্থায়, ২০২২ সালে ওই বাড়ির দাম বেড়ে দাঁড়ায় ১০,২১৫ কোটি টাকায়। বাড়িটির দাম শুনেই বোঝা যাচ্ছে যে, বাড়িটি অত্যন্ত বিলাসবহুল এবং অত্যাধুনিকও বটে। বাড়িটিতে পাঁচতারা হোটেলের মতো ইনফিনিটি পুলের পাশাপাশি রয়েছে বিশালাকার একটি পুকুর। এছাড়াও, রয়েছে জিম ও স্পা-য়ের ব্যবস্থাও। পাশাপাশি, বাড়িটিতে পৃথকভাবে রয়েছে একটি বিশাল ওয়াইন সেলার।

এছাড়াও, সন্তানদের দেখভাল করার পাশাপাশি বাড়িটির রক্ষণাবেক্ষণের জন্য আলাদাভাবে বেশ কয়েকটি কোয়ার্টারও রয়েছে। এদিকে, বাড়ির ভিতরেই রয়েছে একাধিক লিফট। উল্লেখ্য যে, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি সুন্দর পিচাইয়ের বাড়িতে বসানো রয়েছে সোলার প্যানেলও।

house of sundar pichai 1024x683 (1)

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বাড়ির বাইরের পাশাপাশি ভেতরেও রয়েছে চোখ ধাঁধানো অন্দরসজ্জা। সুন্দর পিচাইয়ের বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করেছেন তাঁর স্ত্রী অঞ্জলি পিচাই। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, কেবলমাত্র অন্দরসজ্জার জন্যই বাড়িটিতে খরচ হয়েছে ৪৯ কোটি টাকা।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X