বিশ্বজুড়ে আছে মাত্র ৩০ টি! অনন্ত আম্বানির প্রিয় এই ঘড়ির দাম জানলে আঁতকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: তিনি (Anant Ambani) ভারত তথা এশিয়ার সর্বশ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে। এমতাবস্থায়, তাঁর জীবনযাপন যে অত্যন্ত রাজকীয় হবে তা আর বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, সম্প্রতি ভারতীয় ব্যবসায়ী বীরেণ মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে তাঁর বিবাহের বিষয়টি রীতিমতো সাড়া ফেলে দিয়েছে সমগ্র বিশ্বজুড়ে। কথা হচ্ছে অনন্ত আম্বানির প্রসঙ্গে। সম্প্রতি অনন্ত সম্পর্কে একের পর এক চমকপ্রদ তথ্য সামনে আসছে।

অনন্ত আম্বানি (Anant Ambani) করলেন ‌‌অবাক:

জানিয়ে রাখি যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি (Anant Ambani) ছোট থেকেই ঘড়ির প্রতি অত্যন্ত দুর্বল। এদিকে, কয়েকদিন আগেই অনন্তের এক বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল নেটমাধ্যমে। যেখানে, প্রত্যেকেই অবাক হয়েছিলেন তাঁর হাতের ঘড়িটিকে দেখে। জানিয়ে রাখি যে, অনন্ত আম্বানির একাধিক দুর্লভ ঘড়ির বিশেষ সংগ্রহ রয়েছে। শুধু তাই নয়, তাঁর কাছে প্যাটেক ফিলিপ থেকে শুরু করে রিচার্ড মিলের কালকেশন রয়েছে সবকিছুই। তবে, আমরা যে ভিডিওটির প্রসঙ্গে বলছি সেখানে তাঁকে রিচার্ড মিলের একটি অত্যন্ত দুর্লভ এবং বহুমূল্যের ঘড়ি পরতে দেখা গিয়েছিল। যেটি হল আরএম ৫২-০৫। ওই ঘড়িটি ফ্যারেল উইলিয়ামসের নাম বহনকারী (আরএম ৫২-০৫ ফ্লাইং ট্যুরবিলন ফারেল উইলিয়ামস) প্রথম ঘড়ি হিসেবে বিবেচিত হয়।

   

You will be shocked to know the price of this watch of Anant Ambani.

প্রসঙ্গত উল্লেখ্য যে, সুইজারল্যান্ডে স্থিত এই সংস্থাটি দামি ঘড়ি প্রস্তুত করে থাকে। পাশাপাশি, ওই সংস্থার তৈরি ঘড়িগুলি সমগ্র বিশ্বজুড়েই তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। এই ঘড়িটির বিস্তারিত তথ্য প্রথম শেয়ার করেছিল “দ্য ইন্ডিয়ান হরোলজি” নামের একটি ইনস্টাগ্রাম পেজ। তবে, এটাও জানা যাচ্ছে যে, অনন্ত আম্বানির হাতে থাকা ঘড়িটি সংস্থার অন্যান্য মডেলের ঘড়িগুলির তুলনায় যথেষ্ট দাম। শুধু তাই নয়, সংস্থাটির তরফে এখনও পর্যন্ত আরএম ৫২-০৫ মডেলের মাত্র ৩০ টি ঘড়ি প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে একটি রয়েছে অনন্তের (Anant Ambani) কাছে।

আরও পড়ুন: উঠে গেল বিয়ের খরচ! পুত্রবধূ রাধিকা পরিবারে পা রাখতেই ঘটল চমক, ১ দিনেই ১,০০০ কোটি লাভ আম্বানির

দাম: এবারে আসি এই ঘড়ির দামের প্রসঙ্গে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, অনন্তের (Anant Ambani) ঘড়ির দাম ১০ লক্ষ ৫০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা হল ১২ কোটি ৫৩ লক্ষ টাকা।

আরও পড়ুন: মুকেশ বা নীতা আম্বানি নয়, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সর্বাধিক শেয়ারের মালিক হলেন ইনি! অবাক করবে পরিচয়

অনন্তের (Anant Ambani) ঘড়িতে রয়েছে দুর্দান্ত সব ফিচার্স: রিচার্ড মিলের ওয়েবসাইটে এই ঘড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হয়েছে। যেখানে জানানো হয়েছে, “আরএম ৫২-০৫ মডেলের প্রতিটি ঘড়ি তৈরি হয়েছে গ্রেড ৫ টাইটেনিয়াম দিয়ে।” শুধু তাই নয় এই ঘড়ি উচ্চমাত্রায় যেমন ক্ষয়রোধী ঠিক তেমনই ব্যাপকভাবে টেকসই। পাশাপাশি, ঘড়িগুলি সম্পূর্ণ জৈব সামঞ্জস্যপূর্ণ। এগুলি চলেও অত্যন্ত নিখুঁতভাবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ঘড়িটিকে আরও আকর্ষণীয় করে তুলতে নীলকান্ত মণির টুকরোও ব্যবহার করা হয়েছে। যার ফলে এটির সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর