করতে চান সরকারি চাকরি? হাতের তালুতে এই ৪ টি লক্ষণ থাকলেই হবেন সফল, কি বলছে জ্যোতিষশাস্ত্র?

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেক চাকরিপ্রার্থীর স্বপ্ন থাকে যে তাঁরা সরকারি চাকরি (Government Jobs) করবেন। আর সেই লক্ষ্যেই কঠোরভাবে প্রস্তুতি নিতে থাকেন তাঁরা। যদিও, অনেকেই বছরের পর বছর ধরে পরিশ্রম করে গেলেও কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন না। এমতাবস্থায়, তাঁরা হতোদ্যম হয়ে পড়েন। তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি বিষয়ের প্রসঙ্গ উপস্থাপিত করব যেটির মাধ্যমে আপনি আপনার হাতের তালুটি লক্ষ্য করলেই সরকারি চাকরি পাওয়ার নিশ্চয়তা সম্পর্কে জানতে পারবেন।

মূলত, হস্ত শাস্ত্র অনুযায়ী হাতের রেখা দেখেই ভবিষ্যৎ নির্ধারণ করা যায়। শুধু তাই নয়, হাতের রেখার আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে অজানা ভবিষ্যতের হদিশ। পাশাপাশি, হস্ত রেখার একটি আকর্ষণীয় বিষয় হল, হস্ত রেখা দেখেই আগে থেকে বোঝা যায় কোনো ব্যক্তি সরকারি চাকরি পাবেন কি না। চলুন, জেনে নেওয়া যাক হাতের কোন কোন রেখা সরকারি চাকরির ইঙ্গিত দেয়-

১. সূর্য পর্বত যদি সরলরেখায় থাকে: হস্ত রেখার মধ্যে একটি রেখা রয়েছে যার নাম সূর্য পর্বত। হস্ত শাস্ত্র মতে, কারোর হাতের তালুতে সূর্য পর্বতের অবস্থান যদি উচ্চ হয় এবং কোনো বাধা ছাড়াই সূর্য পর্বত একটি সরলরেখা তৈরি করে তবে সেই ব্যক্তির সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে।

আরও পড়ুন: Chanakya Niti: এই ব্যক্তিরা হলেন শত্রুর চেয়েও মারাত্মক! তাই এদের কাছ থেকে নেবেন না কোনো সাহায্য

২. সূর্য পর্বতের বৃহস্পতি পর্বতের দিকে গমন: হস্ত রেখায় থাকা সূর্য পর্বত যদি বৃহস্পতি পর্বত নামক আরও একটি হস্ত রেখার দিকে চলে যায়, সেই ক্ষেত্রেও সরকারি চাকরির যোগ তৈরি হয়।

আরও পড়ুন: এই তিন রাশির জাতক-জাতিকারা ভুলেও পরবেন না সোনা! নাহলেই জীবনে আসবে অন্ধকার, কি জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র?

৩. বুধ পর্বতে ত্রিভুজের আকৃতি তৈরি হওয়া: হাতের তালুতে বুধ পর্বত নামক একটি হস্ত রেখা রয়েছে। এই রেখা যদি ত্রিভুজ আকৃতি ধারণ করে সেক্ষেত্রেও সংশ্লিষ্ট ব্যক্তির সরকারি চাকরির সম্ভাবনা প্রবল হয়।

You will be successful if you have these 4 signs in your palm

৪. ভাগ্য রেখা যদি জীবনে রেখাকে ছেদ করে: হস্ত রেখায় ভাগ্য রেখা ও জীবন রেখা নামক দু’টি রেখা থাকে। এক্ষেত্রে ভাগ্য রেখা যদি জীবন রেখাকে ছেদ করে সেক্ষেত্রেও এই ধরণের ব্যক্তিরা সরকারি কর্মী হিসেবে প্রতিষ্ঠিত হন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর