বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই পাল্লা দিয়ে চাহিদা বাড়ছে বৈদ্যুতিক যানবাহনের (Electric Vehicles)। এমনিতেই জ্বালানির ক্রমবর্ধমান দামের কারণে এখন জর্জরিত সকলেই। এমতাবস্থায়, এই EV-গুলি এবার নতুন দিশা দেখাচ্ছে সবাইকে। পাশাপাশি, এগুলির ব্যবহারে পরিবেশ দূষণের চিন্তা থেকেও মুক্তি পাওয়া যায়। আর সেই কারণেই গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক EV বাজারে নিয়ে আসছে সংস্থাগুলি।
তবে, বর্তমান প্ৰতিবেদনে আজ আমরা কোনো গাড়ি কিংবা বাইক নয়, বরং একটি ইলেকট্রিক বাইসাইকেলের প্রসঙ্গ উপস্থাপিত করব। যেটিকে ঘিরে ইতিমধ্যেই তুমুল আগ্রহ পরিলক্ষিত হয়েছে। মূলত, সম্প্রতি ইলেকট্রিক বাইসাইকেল প্রস্তুতকারী সংস্থা Erik Buell দু’টি শক্তিশালী ইলেকট্রিক বাইসাইকেল Fluid 2 এবং Fluild 3 প্রস্তুত করেছে। পাশাপাশি, সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, এগুলি বিশ্বের সর্বোচ্চ রেঞ্জ প্রদানকারী ইলেকট্রিক বাইসাইকেল হিসেবে বিবেচিত হবে।
এই সাইকেলগুলিতে বিলাসবহুল গাড়িতে উপলব্ধ থাকে এমন কিছু সুবিধা উপলব্ধ রয়েছে। এই ইলেকট্রিক বাইসাইকেলে একটি 2.3 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। যেটিতে আপনি আপনার সাইকেলের ব্যাটারি ক্যাপাসিটি এবং কত চার্জ রয়েছে তা দেখতে পারবেন। এছাড়াও সেই ডিসপ্লেতে সাইকেলটি কত দূর যাবে তাও দেখা যাবে। পাশাপাশি, এই বাইসাইকেলের লুকটিও অত্যন্ত স্টাইলিশ।
সবাইকে দেবে টেক্কা: এই দু’টি অত্যাধুনিক বাইসাইকেলে সুপার অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি রয়েছে তাপমাত্রা, ব্লুটুথ এবং অ্যান্টি-থেফট ফ্যাসিলিটি। এই বৈশিষ্ট্যগুলি বাইসাইকেলগুলিকে অনন্য করে তুলেছে। Erik Buell-সংস্থার এই বাই সাইকেলগুলি মাত্র কয়েক ঘন্টাতেই সম্পূর্ণভাবে চার্জ হয়ে যায়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই সাইকেল একবার চার্জ হয়ে গেলেই 350 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করতে সক্ষম হয়।
তাই, যাঁদেরকে প্রতিদিন বেশ কিছু দূরত্ব অতিক্রম করতে হয়ে তাঁদেরকে এই বাইসাইকেল অত্যন্ত সাহায্য করবে। পাশাপাশি, এগুলির দামও কম রাখা হয়েছে। যদিও, সংস্থার তরফে এখনও এই বাইসাইকেলগুলিতে কিছু কাজ করা হবে। তার আগে বাইসাইকেলগুলির ফিচার্সগুলিকে সামনে আনা হয়েছে।