ভারতের Apple স্টোরের কর্মীরা পান একগুচ্ছ সুবিধা! তাঁদের মাসিক বেতন জানলেও চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: যত দিন এগোচ্ছে ততই বিশ্বজুড়ে আরও জনপ্রিয় হচ্ছে Apple-এর ডিভাইসগুলি। আমাদের দেশও তার ব্যতিক্রম নয়। চলতি মাসেই ভারতে (India) খোলা হয়েছে দু’টি Apple স্টোর। গত ১৭ এপ্রিল মুম্বাইতে এবং ২০ এপ্রিল দিল্লিতে উদ্বোধন করা হয় এই স্টোরগুলির। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, Apple স্টোরগুলির উদ্বোধনের সময়ে উপস্থিত ছিলেন স্বয়ং কোম্পানির CEO টিম কুক (Tim Cook)।

এদিকে, মুম্বাই এবং দিল্লিতে স্টোর দু’টি খোলার পর থেকেই সেখানে বিশাল ভিড় পরিলক্ষিত হয়েছে। আর এটা থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে, ভারতে ক্রমশ Apple-এর ক্রেজ বৃদ্ধি পাচ্ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এতদিন দেশে Apple-এর অথরাইজড স্টোর থাকলেও এবার গ্রাহকদের কথা মাথায় রেখে সম্পূর্ণ নিজস্ব স্টোর উদ্বোধন করা হল সংস্থার তরফে।

তবে, আপনি কি জানেন ঝাঁ-চকচকে ওই Apple স্টোরগুলিতে কারা কর্মী হিসেবে রয়েছেন? পাশাপাশি তাঁদের শিক্ষাগত যোগ্যতা বা বেতনই বা কত? এই প্রশ্নগুলির উত্তর জানলে রীতিমতো চমকে উঠবেন যে কেউই। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গেই বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল। প্রথমেই জানিয়ে রাখি যে, ওই কর্মীরা বড় অঙ্কের বেতনের পাশাপাশি একগুচ্ছ সুযোগ-সুবিধাও পান।

পাশাপাশি, Apple-এর দিল্লি এবং মুম্বাইয়ের স্টোরটিতে মোট ১৭০ জন কর্মচারী রয়েছেন। ইতিমধ্যেই সংস্থার তরফে তাঁদের বিশ্বব্যাপী গ্রাহক পরিষেবার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জেনে অবাক হবেন যে, মুম্বাইয়ের Apple স্টোরের কর্মীরা গ্রাহকদের সাথে ২৫ টি ভিন্ন ভাষায় কথা বলতে পারেন। পাশাপাশি, দিল্লির Apple স্টোরের কর্মীরা মোট ১৫ টি ভাষায় কথা বলতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা: এবারে আসি, Apple স্টোরের কর্মীদের শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গে। মূলত, ওই স্টোরগুলিতে সংস্থার তরফে সুশিক্ষিত কর্মচারী নিয়োগ করা হয়েছে। কর্মচারীদের B Tech, MTech এবং MBA-র মত ডিগ্রি রয়েছে। উল্লেখ্য যে, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এবং রোবোটিক্সের মত বিষয় নিয়ে যাঁরা অধ্যয়ন করেছেন তাঁরা ওই স্টোরে কাজের সুযোগ পেয়েছেন।

whatsapp image 2023 04 25 at 12.08.34 pm

কর্মচারীদের বেতন: শুধু তাই নয়, কেউ কেউ আবার নামকরা বিদেশি প্রতিষ্ঠান (কেমব্রিজের মতো বিশ্ববিদ্যালয়) থেকেও পড়াশোনা করেছেন। পাশাপাশি, এই স্টোরে কর্মরত কিছু কর্মচারীকে ইউরোপ অথবা মধ্যপ্রাচ্য থেকেও এখানে বদলি করা হয়েছে। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে কর্মীরা তাহলে কত বেতন পান? এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ওই স্টোরে কর্মচারীদের মাসিক বেতন দেওয়া হয় ১ লক্ষ টাকা বা তারও বেশি। শুধু তাই নয়, কর্মীরা পেয়ে যান একগুচ্ছ সুবিধাও। যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পড়াশোনার জন্য ভাতা, বেতনযুক্ত ছুটি, কর্মীদের স্বাস্থ্য এবং চিকিৎসার স্কিম। এর পাশাপাশি, Apple-এর পণ্য কেনার ক্ষেত্রেও ছাড় পেয়ে যান তাঁরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর