বাস-গাড়ির দাম তো সকলের জানা! কিন্তু আস্ত ট্রেনের দাম জানেন? চমকে উঠবেন অঙ্ক শুনে

বাংলা হান্ট ডেস্ক: প্রতিটি জিনিস তৈরি করতেই কিছু না কিছু খরচ হয়। আর সেই খরচের ওপর ভিত্তি করেই নির্ধারিত হয় সেটির দাম। এমনকি, যানবাহনের ক্ষেত্রেও সেই বিষয়টি পরিলক্ষিত হয়। এমতাবস্থায়, আমাদের সকলেরই একাধিক সংস্থার গাড়ি বা বাইক থেকে শুরু করে বিভিন্ন যানবাহনের দাম সম্পর্কে কমবেশি কিছুটা ধারণা রয়েছে। তবে, আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, দেশের অন্যতম জনপ্রিয় গণপরিবহণ ট্রেনের (Train) দাম ঠিক কতটা হয়? পাশাপাশি, রাজধানী থেকে শুরু করে বন্দে ভারত কিংবা আসন্ন বুলেট ট্রেনেরই বা দাম কত? অনেকেই এই বিষয়গুলি সম্পর্কে অবগত নন। তাই, বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

প্রথমেই জানিয়ে রাখি যে, বর্তমান সময়ে ভারতীয় রেলে সাধারণত দু’ধরনের কোচ ব্যবহার করা হয়। সেগুলির মধ্যে একটি হল ICF কোচ। পাশাপাশি, অন্যটি হল LHB কোচ। এদিকে, এই কোচগুলির দামের মধ্যেও রয়েছে কিছুটা পার্থক্য। জানা গিয়েছে, ICF কোচের দাম হল ৮০ লক্ষ টাকা। এদিকে, LHB কোচের দাম হল প্রায় ৭২ লক্ষ টাকা। তবে, AC কোচগুলি আবার এগুলির তুলনায় কিছুটা দামি হয়। সেগুলির দাম হয়ে যায় প্রায় দেড় কোটি টাকা।

পাশাপাশি, বর্তমানে ট্রেনে দুই ধরণের ইঞ্জিন ব্যবহৃত হয়। সেগুলির মধ্যে একটি হল বৈদ্যুতিক এবং অন্যটি হল ডিজেল চালিত ইঞ্জিন। এমতাবস্থায়, বৈদ্যুতিক ইঞ্জিন (WAP-7)-এর দাম হল প্রায় ১২.৩৮ কোটি টাকা। পাশাপাশি, ডিজেল চালিত ইঞ্জিন (WAP-4D)-এর দাম হল ১৩ কোটি টাকা।

রাজধানী এক্সপ্রেসের দাম: আমাদের দেশে রাজধানী এক্সপ্রেস হল একটি জনপ্রিয় ট্রেন। দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলে এই ট্রেনটি। এমতাবস্থায়, এই ট্রেন তৈরির খরচ জানলে রীতিমতো চোখ কপালে উঠবে। জানা গিয়েছে, রাজধানী এক্সপ্রেস তৈরির আনুমানিক খরচ হল ৭৫ কোটি টাকা।

বুলেট ট্রেনের দাম: ইতিমধ্যেই আমাদের দেশে বুলেট ট্রেনের চলাচলের জন্য কাজ শুরু হয়েছে। পাশাপাশি, মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের কাজও চলছে জোরকদমে। এমন পরিস্থিতিতে, একটি বুলেট ট্রেন তৈরি করতে খরচ হয় আনুমানিক ৬০,০০০ কোটি টাকা। অর্থাৎ, একটি বুলেট ট্রেন তৈরি করতে যা খরচ হবে সেই টাকায় ৮০০ টি রাজধানী এক্সপ্রেস সহজেই তৈরি হয়ে যাবে।

vande bharat

কত দাম বন্দে ভারত এক্সপ্রেসের: বর্তমান সময়ে দেশের সবথেকে আলোচিত ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস। আপাতত দেশের পাঁচটি রুটে চলাচল করছে এই ট্রেন। পাশাপাশি, আমাদের রাজ্যেও হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে সফর শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস। এমতাবস্থায়, সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে যে, নতুন প্রজন্মের বন্দে ভারত এক্সপ্রেস তৈরির ক্ষেত্রে খরচ হয়েছে প্রায় ১১৫ কোটি টাকা। অর্থাৎ, এক একটি ট্রেন তৈরি করতে যে কি বিপুল পরিমান অর্থের খরচ হয় তা এই পরিসংখ্যানে সহজেই স্পষ্ট হয়ে যাচ্ছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর