১৭০ বছর আগে ভারতীয় রেল তৈরি করেছিল এই ইতিহাস! জানলে হয়ে যাবেন অবাক

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক রয়েছে। যার ওপর ভর করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ পৌঁছে যান নিজেদের গন্তব্যে। শুধু তাই নয়, অন্যান্য গণপরিবহণগুলির তুলনায় রেলপথে (Indian Railways) যাতায়াতের ক্ষেত্রে খরচ অনেকটাই কম থাকে। সেই কারণে দূরের কোনো সফরও খুব সহজেই সম্পন্ন হয় ট্রেনে। এর পাশাপাশি, পণ্য পরিবহণের ক্ষেত্রেও রেলপথের জুড়ি মেলা ভার। আর সেই কারণেই রেলপথকে দেশের “লাইফলাইন” বলা হয় থাকে।

এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা পাঠকদের কাছে ভারতীয় রেলের প্রাচীন ইতিহাসটি তুলে ধরব। যেটি অনেকের কাছেই অজানা। পাশাপাশি, এই ইতিহাস বিষ্মিত করবে সবাকেই। জেনে অবাক হবেন যে, আজ থেকে প্রায় ১৭০ বছর আগে রেলের পরিষেবা শুরু হয়। এমতাবস্থায়, প্রশ্ন উঠতেই পারে যে প্রথম ট্রেন কোনখান থেকে পথচলা শুরু করেছিল? পাশাপাশি তাতে যাত্রীসংখ্যাই বা ছিল কতজন? চলুন, এই উত্তরগুলিই জেনে নেওয়া যাক এবার।

যাত্রীবাহী ট্রেন কবে চালু হয়: ভারতীয় রেলের ইতিহাস জানতে হলে, ভারতে প্রথমবার যাত্রীবাহী ট্রেন কবে চালু হয়েছিল তা আপনার প্রথমে জানা উচিত। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন ১৭০ বছর আগে অর্থাৎ ১৮৫৩ সালের ১৬ এপ্রিল সফর শুরু করেছিল। মোট ৪০০ জন যাত্রী এই ট্রেনে উঠেছিলেন। পাশাপাশি, ওই ট্রেনটি মুম্বাই থেকে থানে পর্যন্ত চলাচল করেছিল। এর মধ্যে মজার বিষয় হল, ওই দিনটিকে পাবলিক হলিডে হিসেবেও ঘোষণা করা হয়।

ভারতের প্রথম রেল স্টেশন: ভারতের প্রথম রেল স্টেশনটি ছিল মুম্বাইতে অবস্থিত বরিবন্দর। ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেনটি ১৮৫৩ সালে বরিবন্দর থেকেই থানে পর্যন্ত সফর করেছিল। এটি গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে (Great Indian Peninsular Railway) দ্বারা নির্মিত হয়। পরবর্তীকালে ১৮৮৮ সালে, স্টেশনটিকে রানি ভিক্টোরিয়ার নামে নামকরণ করে ভিক্টোরিয়া টার্মিনাস হিসাবে পুনঃনির্মাণ করা হয়। বর্তমানের সোশ্যাল মিডিয়ার যুগে এই তথ্য আপনি খুব একটা সহজে পাবেন না।

indian trains

ভারতের প্রথম ট্রেন: প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারতের প্রথম ট্রেনটি ছিল রেড হিল রেলওয়ে (Red Hill Railway)। যা ১৮৩৭ সালে রেড হিলস থেকে চিন্তাদ্রিপেট ব্রিজ পর্যন্ত চলেছিল। এই ট্রেনটি নির্মাণের জন্য স্যার আর্থার কটনকে কৃতিত্ব দেওয়া হয়। যা মূলত গ্রানাইট পরিবহণে ব্যবহৃত হত।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর