বাংলা হান্ট ডেস্ক: জনগণের সুবিধার্থে একের পর এক প্রকল্প পরিচালনা করা হয় সরকারের (Government) তরফে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হন সাধারণ মানুষ। সেই রেশ বজায় রেখেই এবার মধ্যপ্রদেশে (Madhya Pradesh) নির্বাচনের কয়েক মাস আগে জনগণের জন্য নতুন স্কিম নিয়ে এসেছে সেই রাজ্যের বিজেপি সরকার। এই স্কিমের অধীনে, রাজ্যের বাসিন্দারা শেখার মাধ্যমে উপার্জন করার সুযোগ পাবেন। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ সরকার “Mukhyamantri Seekho Kamao Yojana” স্কিমের জন্য রেজিস্ট্রেশন শুরু করেছে। এমতাবস্থায়, যেসমস্ত ইচ্ছুক প্রার্থীরা “Mukhyamantri Seekho Kamao Yojana” স্কিমে যোগ দিতে চান তাঁরা mmsky.mp.gov.in-এই অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারেন।
“Mukhyamantri Seekho Kamao Yojana”: উল্লেখ্য যে, গত ৭ জুন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং এই প্রকল্প চালু করার ঘোষণা করেছিলেন। প্রকল্পের অধীনে প্রশিক্ষণের জন্য মোট ৭০৩ টি কার্যকরী এলাকা চিহ্নিত করা হয়েছে। দ্বাদশ শ্রেণি বা স্নাতকের পরে চাকরি পাননি এমন যুবক-যুবতীদের ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং, মার্কেটিং, হোটেল ম্যানেজমেন্ট, আইটি, ব্যাঙ্কিং, সিএ, সিএস, মিডিয়া, কলা, আইন এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে।
চাকরির সুযোগ: “Mukhyamantri Seekho Kamao Yojana” স্কিমের আওতায় যুবক-যুবতীদের বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে। মূলত, সরকার রাজ্যের যুবক-যুবতীদের তাঁদের দক্ষতা এবং প্রশিক্ষণ বাড়াতে সাহায্য করছে। যাতে তাঁরা ভালো কর্মসংস্থানের সুযোগ নিতে পারেন।
রেজিস্ট্রেশন:
প্রার্থী রেজিস্ট্রেশন:
১. MMSKY পোর্টালে প্রার্থী রেজিস্ট্রেশনে ক্লিক করুন
২. যোগ্যতা সম্পর্কিত প্রয়োজনীয় নির্দেশাবলি এবং নথিগুলি সাবধানে পড়ুন।
৩. আপনি যদি যোগ্য প্রার্থী হন সেক্ষেত্রে আপনার সমগ্র আইডি লিখুন।
৪. সমগ্র আইডিতে রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো ওটিপি সহ মোবাইল নম্বরটি যাচাই করুন।
৫. আপনার সামগ্রিক তথ্য স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে। আবেদন জমা দেওয়ার পরে, আপনি SMS-এর মাধ্যমে ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড পাবেন এবং আপনি স্বয়ংক্রিয়ভাবে লগ ইন হয়ে যাবেন।
৬. আপনার শিক্ষাগত যোগ্যতা লিখুন এবং প্রাসঙ্গিক নথি সংযুক্ত করুন।
৭. শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোর্সগুলি প্রদর্শিত হবে। আপনি সেগুলি থেকে যেকোনো কোর্স বেছে নিতে পারেন।
৮. প্রার্থী যেখানে ট্রেনিং নিতে চান সেই স্থানটি বেছে নিতে পারবেন।
৯. উল্লেখ্য যে, এই আবেদন ১৫ জুলাই ২০২৩ থেকে শুরু হবে এবং ৩১ জুলাই ২০২৩ থেকে, যুবক-যুবতী, প্রতিষ্ঠান এবং মধ্যপ্রদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া (অনলাইনে) করা হবে।
১০. এরপর ১ আগস্ট ২০২৩ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ শুরু হবে।
কোর্সের তালিকা: এই প্রকল্পের মাধ্যমে নির্বাচিত যুবক-যুবতীদের Madhya Pradesh State Skill Development & Employment Generation Board (MPSSDEGB)-এর মাধ্যমে SCVT নির্ধারিত কোর্সের অন্তর্ভুক্ত প্রার্থী হিসেবে রেজিস্টার্ড করা হবে। কোর্সের তালিকা স্কিমের পোর্টাল এবং https://ssdm.mp.gov.in-এই ওয়েবসাইটে পাওয়া যাবে। MPSSDEGB-র মাধ্যমে নির্দিষ্ট সময় অন্তর এতে প্রয়োজনীয় পরিবর্তন করা হতে পারে। প্রতিটি কোর্সের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবং সময়কাল নির্ধারণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা:
১. বয়স হতে হবে ১৮ থেকে ২৯ বছরের মধ্যে।
২. মধ্যপ্রদেশের বাসিন্দা হতে হবে।
৩. শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যূনতম দ্বাদশ শ্রেণি/ ITI পাশ বা তারও বেশি।
স্টাইপেন্ড: “Mukhyamantri Seekho Kamao Yojana”-র সবথেকে গুরুত্বপূর্ণ দিক হল নতুন দক্ষতা অর্জনের পাশাপাশি যুবক-যুবতীদেরর ৮,০০০ থেকে ১০,০০০ টাকার স্টাইপেন্ডও দেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে প্রায় এক লক্ষ যুবক-যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হবে। মূলত, যুবক-যুবতী ও কর্মসংস্থানের মধ্যে ব্যবধান কমাতেই সরকার এই প্রকল্প শুরু করেছে।