বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর সামনে এল। এবার উচ্চমাধ্যমিক পাশ হলেই মিলবে ভারতীয় রেলে (Indian Railways) চাকরির দারুণ সুযোগ। ইতিমধ্যেই জানা গিয়েছে দক্ষিণ-পূর্ব সেন্ট্রাল রেলওয়েতে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ চলছে। এমতাবস্থায়, এই কর্মী নিয়োগের পরিপ্রেক্ষিতে ভারতীয় রেলের তরফে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, মোট ৫৪৮ টি শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদনের প্রক্রিয়াও। এমতাবস্থায়, বর্তমান প্ৰতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
কোন পদে করা হবে নিয়োগ: বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, আপাতত ট্রেড অ্যাপ্রেন্টিসের (Trade Apprentice) শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদের সংখ্যা: দক্ষিণ-পূর্ব সেন্ট্রাল রেলওয়ের তরফে জানানো হয়েছে, ৫৪৮ টি শূন্যপদের ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
বয়সসীমা: এক্ষেত্রে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স নূন্যতম ১৫ বছর হতে হবে। পাশাপাশি, আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হল ২৪ বছর।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে। পাশাপাশি, ওই পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়াও, আবেদনকারীদের আইটিআই পাশের সার্টিফিকেটও অবশ্যই থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি: এই প্রসঙ্গে জানা গিয়েছে যে, সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের প্রাপ্ত নম্বরের উপরে ভিত্তি করে যোগ্য প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে।
আবেদন পদ্ধতি: আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অনলাইন মারফত এই শূন্যপদে আবেদন করতে পারবেন। মূলত, দক্ষিণ-পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ: আমরা ইতিমধ্যেই জানিয়েছি যে, এই পদে আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মূলত, গত ৩ মে থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যেটি চলবে আগামী ৩ জুন পর্যন্ত।