বিশেষ পরিষেবা ভারতীয় রেলের, এবার থেকে সাধারণ বগিতেও পাবেন রিজার্ভ ক্লাসের মতই আরাম! মিলবে কনফার্ম সিট

বাংলাহান্ট ডেস্কঃ যাত্রী সুবিধার্থে এক বিশেষ পরিষেবা এনেছেন রেল কর্তৃপক্ষ। এবার থেকে সাধারণ বগিতেও পাবেন রিজার্ভ ক্লাসের মত সুযোগ সুবিধা। বায়োমেট্রিক টোকেন মেশিন চালু করেছে ভারতীয় রেলওয়ে (indian railway)। করোনা কালে ভিড় এড়াতে দক্ষিণ রেলওয়ে এই বিশেষ সুবিধা চালু করা হয়েছে সেকেন্দ্রাবাদ রেল স্টেশনে।

করোনা কালে সাধারণ বগির ঠাসাঠাসি ভিড় ঠেকাতে এই নিয়ম বের করল রেল। যেখানে, বায়োমেট্রিক টোকেন মেশিনের সাহায্যে টিকিট কাটতে পারবেন প্রতিটি যাত্রী। যার ফলে ঠিক রিজার্ভ ক্লাসের মত করেই, যার টিকিটে শুধুমাত্র সেই ব্যক্তিই বসতে পারবেন। ভিড় হওয়ার কোন সম্ভাবনা থাকছে না। যাত্রীরা আগে থাকতেই জানতে পারবেন কোন কোচে এবং কোন আসন তাঁর জন্য বরাদ্দ থাকছে।

928383 biometric tocken machine

এক্ষেত্রে প্রতিটি যাত্রীর জন্য পৃথক পৃথক টিকিট রেজিস্টার হবে। সেক্ষেত্রে যাত্রীর নাম, পিএনআর নম্বর, ট্রেন নম্বর এবং গন্তব্য- সবকিছুই রেকর্ড করা থাকবে ওই মেশিনে। সঙ্গে যাত্রীর ছবি এবং ফিঙ্গার প্রিন্টও ক্যাপচার করবে ওই মেশিন। আর তারপরই যাত্রীর জন্য নির্দিষ্ট বগিতে নির্দিষ্ট আসন নম্বর লেখা কাগজ বেরিয়ে আসবে। এর ফলে ট্রেনে ঘটিত যেকোন অপরাধের সমাধান সহজেই যাত্রিদের তালিকা দেখে করা যাবে। আরও নিরাপদ হয়ে উঠবে ট্রেন সফর।

এবিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এই বায়োমেট্রিক মেশিনের সাহায্যে স্টেশনের ভিড় এড়ানো যাবে। এক্ষেত্রে যাত্রীরা আগে থাকতে ট্রেনের সময় জানতে পারায়, সঠিক সময়েই ট্রেনে উঠতে পারবেন এবং যাত্রাকালে তাঁদের দাঁড়িয়ে দাঁড়িয়েও সফর করতে হবে না’। এক্ষেত্রে বেশি আগে থেকে স্টেশনেও আসার দরকার নেই। ট্রেন আসার মাত্র ১৫ মিনিট আগে এসে যাত্রীরা ট্রেনে চড়তে পারবেন।


Smita Hari

সম্পর্কিত খবর