১০০ বছর আগে এমন দেখতে ছিল চকলেট, ১৯০২ থেকে সামলে রেখেছিল এক বাচ্চা! এত টাকায় হল নিলাম

বাংলা হান্ট ডেস্ক : চকলেট (Chocolate) খেতে পছন্দ করেননা এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু কখনও ভেবেছেন কি যে, এই চকলেট পুরনো জিনিস সংগ্রাহকদের কাছে এত মূল্যবান হয়ে উঠবে যে সেটাকে নিলামে (Auction) তোলা হবে। সম্প্রতি একটি ১২১ বছরের পুরনো চকলেটকে নিলামে তোলার ঘটনায় কার্যত হতবাক গোটা দুনিয়া। ঠিক কী কারণে নিলামে তোলা হচ্ছে এই চকলেটকে? প্রশ্ন জেগেছে অনেকের মনেই।

আসলে কেবল পুরোনো বলেই নয়, এই চকলেটটি নিলামে তোলার পেছনে রয়েছে অনেক ইতিহাস। জানা গেছে, এই বিশেষ চকলেটটি ১৯০২ সালে ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড সপ্তম এবং রানী আলেকজান্দ্রার রাজ্যাভিষেক উপলক্ষে তৈরি করা হয়েছিল। আজ থেকে এক শতবর্ষ আগে এরকম দামি চকলেট তৈরি করা কোন সড়জ ব্যাপার ছিলনা।

ঐদিন রাজার রাজ্যাভিষেকের সময় মেরি অ্যান ব্ল্যাকমোর নামের ৯ বছর বয়সী মেয়ে এই চকলেটটি পেয়েছিলেন। এত দামি একটি চকলেট তার হাতে সেটি তিনি বিশ্বাসও করতে পারেননি। এমনকি তিনি এটি খাওয়ার পরিবর্তে নিরাপদে লুকিয়ে রেখেছিলেন। আর এখন সেই চকলেটটিই নিলাম করার সিদ্ধান্ত নিয়েছেন মেরির নাতনি।

মেরি অ্যান ব্ল্যাকমোরের নাতনি জিন থম্পসন, যিনি এই বিশেষ চকলেটটি পেয়েছেন, তার বয়স ৭২ বছর। তিনি তার ঠাকুমার কাছ থেকে এই চকলেটটি পেয়েছিলেন। তিনি জানিয়েছেন, এই ভ্যানিলা চকলেট কয়েক দশক ধরে তাদের বাড়িতে রয়েছে। এবং তার আশা, নিলামে কমপক্ষে £১০০ থেকে £১৫০ (প্রায় ১৬,০০০ টাকা) পাওয়া যাবে। এমনকি তার চেয়ে বেশি দামের ক্রেতাও পেতে পারেন।

16310a09c71fc7bb80e8e87be07518e2 64b50aedb017e

এই বিষয়ে মরভেন ফেয়ারলি নামের এক ভদ্রলোক বলেছেন, “সে সময় এটি একটি দুর্দান্ত উপহার ছিল, কারণ শিশুরা কখনই চকলেট পায়নি। এর থেকে বোঝা যায় যে এটি সেই ছোট্ট মেয়েটির জন্য একটি বিশেষ উপহার ছিল। সে ভেবেছিল সে এটি স্পর্শও করতে পারবে না।” উল্লেখ্য, চকলেটের বাক্সে রাজা-রানির ছবিও তৈরি করা হয়েছে। চকলেটটি খাওয়ার যোগ্য না থাকলেও, টিনের বাক্স খুললেই খুব মিষ্টি গন্ধ পাওয়া যায়।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর