বাংলাহান্ট ডেস্কঃ yong genaration অর্থাৎ অল্পবয়সী যারা তারাও যথেষ্ট ঝুঁকিপূর্ণ জায়গায় রয়েছে। এমনই বার্তা দিল WHO। তারা জানান, শুধু বয়স্করা নয়, করোনাভাইরাস (corona virus) যথেষ্ট ঝুঁকির কারণ হতে পারে অল্পবয়সীদের জন্যও। এমনই সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরোস অ্যাঢানোম (Tedros Anamom)। প্রধানত করোনাভাইরাস শিশু ও বয়স্কদের জন্যই বেশি বিপজ্জ্বনক বলে জানানো হলেও অত্যন্ত ছোঁয়াচে এই অসুখের থেকে তরুণ প্রজন্মও যে অপরাজেয় নয় তা স্পষ্ট ভাবে জানিয়ে দিল WHO।
টেডরোস বলেছেন, ‘যদিও করোনাভাইরাসে মৃতদের মধ্যে বয়স্ক মানুষের সংখ্যাই বেশি, তবু এই অসুখকে কারোরই হালকা ভাবে নেওয়া উচিত নয়। করোনাভাইসারে একজন অল্পবয়সীও গুরুতর অসুস্থ হতে পারেন, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।’ টেডরোস আরও বলেন, ‘তোমার বয়স কম তাই তোমার হয়তো কিছু হল না। কিন্তু তোমার কারণে আরও একজন বয়স্ক মানুষের জীবন-মৃত্যুর সংশয় দেখা দিল।’
কারোর মৃত্যুর কারণ না হয়ে এই কঠিন পরিস্থিতিতে সবাইকে যতটা সম্ভব ঘরে থাকতে পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। বিশ্বজুড়ে তরুণ প্রজন্ম যে বিশেষজ্ঞদের ডাকে সাড়া দিয়ে করোনা মোকাবিলায় এগিয়ে এসেছে তাতে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। সামাজিক দূরত্বের বদলে এই সময় শারীরিক দূরত্ব পালন করার ওপরে জোর দিয়েছেন তিনি। তিনি বলেন বর্তমানে নানাভাবে আমরা একে অন্যের সঙ্গে যোগাযোগ রাখতে পারি। কিন্তু এই সময় শারীরিক ভাবে পরস্পরের থেকে দূরে থাকাটা জরুরি। এই ভাইরাসের বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। তাহলে আপনারাও এর থেকে মুক্তি পেতে পারেন।