দীর্ঘদিন কথা বলেনি প্রেমিকা, মনের মানুষের খোঁজ করতে গিয়ে প্রেমিকের সঙ্গে যা হল! ভাবতে পারেনি কেউ

বাংলাহান্ট ডেস্ক: যোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রেমিকা। দুশ্চিন্তায় খাওয়া ঘুম উড়েছে প্রেমিকের। কেন যোগাযোগ বন্ধ করল প্রেমিকা, এই উত্তর খুঁজতে বন্ধু বান্ধবীদের নিয়ে প্রেমিক হাজির প্রেমিকার বাড়িতে। খোঁজ খবর পাওয়া তো দূরের কথা, প্রেমিকার বাড়ির লোকেদের মারে হাসপাতালে ভর্তি প্রেমিক।

বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের তেঁতুলতলা এলাকায়। বিভাস রায় নামে যুবকের দাবি, দীর্ঘ দুই বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক। সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু সাম্প্রতিক কালে প্রেমিকা তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।আর এতেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

শেষমেশ একটা হেস্তনেস্ত করতে বন্ধু বান্ধবীদের নিয়ে সটাং হাজির প্রেমিকার বাড়িতে। সেখানে পৌঁছতেই হুলুস্থুল কাণ্ড। বিভাসের বন্ধু-বান্ধবীদের দাবি, তাঁদের কোনওরকম কথা না শুনেই গাছের ডাল দিয়ে বেধড়ক মারধর করা হয়। সবথেকে বেশি মার খায় প্রেমিক নিজেই। পরে কোনও ক্রমে সেখান থেকে তাঁরা চলে আসে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে প্রেমিক বিভাস। তাঁর হাতে এবং ঘাড়ে চোট লেগেছে।

এই বিষয়ে আহত প্রেমিক বলেন, ‘আমার সঙ্গে দীর্ঘদিন কথা বলছিল না। তাই বুঝতে পারছিলাম না কী হয়েছে। সেই কারণে প্রেমিকার মামার বাড়ি গিয়েছিলাম। শুধু কথাই বলতে গেছিলাম। আমার সঙ্গে কয়েকজন বন্ধু বান্ধবী ছিলেন। কিন্তু ওর বাড়ির লোকজন কোনও কথাই শুনছিল না। আমাদের মারধর করে। আমরা বেরিয়ে আসছিলাম। তখনই এমন কীর্তি। আমার বন্ধুদেরও ওর মামারা মারধর করে। আমাদের দু’টো গাড়ি আটকে রেখেছে ওরা। খুব চোট লেগেছে।’ ধূপগুড়ি থানা সূত্রের খবর, এ বিষয়ে একটি অভিযোগ দায়ের হয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর