কৃষক আন্দোলন থেকে বাড়ি ফিরে পাঞ্জাবের তরুণ কৃষকের আত্মহত্যা, তদন্তে নামল পুলিশ

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ কেন্দ্র সরকারের প্রস্তাবিত কৃষি বিল (agricultural bill) বাতিলের দাবিতে অনড় কৃষকরা। গত ২৫ দিন ধরে দিল্লী বর্ডারে চলছে কৃষকদের প্রতিবাদী আন্দোলন। পূর্বেও কয়েকবার কৃষকদের আত্মহত্যার বিষয় সামনে আসার পর বরিবার আবারও এক কৃষকের আত্মহত্যার খবর পাওয়া গেল।

আত্মহত্যা করেন এক কৃষক
এই আন্দোলনে সামিল হয়েছিলেন পাঞ্জাবের (panjab) ভাটিণ্ডা জেলার দয়ালপুরা মির্জা গ্রামের বছর ২২ -এর কৃষক গুরলভ সিংহ। একজন কৃষক হিসাবে আর সকল কৃষকদের সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলনে সামিল হয়েছিল গুরলভ সিংহ। গত শুক্রবার ১৮ ডিসেম্বর আন্দোলন থেকে তিনি নিজের বাড়িতেও ফিরে আসেন। কিন্তু তাঁর দুদিন পর আত্মহত্যা করেন ওই তরুণ কৃষক।

তদন্তে নেমেছে পুলিশ
সূত্রের খবর, কোন বিষাক্ত কিছু খেয়ে আত্মহত্যা করেছেন ওই কৃষক। রবিবার কৃষকদের দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আরও জানা গিয়েছে, এই কৃষকদের মাথায় উপর ৬ লক্ষ টাকার বোঝা ছিল। সেই কারণেই, নাকি তাঁর মৃত্যুর পেছনে অন্যকোন কারণ রয়েছে তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।

কৃষি আইন সংশোধন করতে রাজী সরকার
প্রসঙ্গত, কেন্দ্র সরকার এবার কৃষকদের দাবি মেনে নিতে রাজী হয়ে গিয়েছে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রী এবং রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার সভাপতি রামদাস আটওয়ালে এবিষয়ে জানিয়েছেন, ‘কৃষকদের আন্দোলন এবার শেষ করার জন্য অনুরোধ করা হচ্ছে। কেন্দ্র সরকার এবার এই আইন সংশোধন করতে প্রস্তুত। কৃষকরা এবার আন্দোলন প্রত্যাহার করে নিন। চিন্তা করবেন না MSP আর APMC নিয়ে কোন সমস্যা হবে না’।

X