বাংলা হান্ট নিউজ ডেস্ক: ব্যাঙ্গালোরের কান্তিরাভা স্টেডিয়ামে ডেম্পো বনাম মোহনবাগান ম্যাচে গোলরক্ষক সুব্রত পালের সঙ্গে সংঘর্ষে ভারতীয় ফুটবলে ক্রিশ্চিয়ানো জুনিয়রের মৃত্যুর ঘটনা ক্রীড়াপ্রেমীদের মনে বড় ক্ষত তৈরি করেছিল। এরপরও অনেকবার খেলার মাঠে মৃত্যু প্রত্যক্ষ করেছে ভারতের ক্রীড়া জগৎ। এবার আরও একবার খেলার মাঠে মৃত্যু দেখলো ভারত।
তবে এবার ফুটবল নয়, কাবাডির কোর্টে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন তামিলনাড়ুর সালেম জেলার মন্নাদিকুপম গ্রামের কাছে পাঁরুতির তরুণ কাবাডি খেলোয়াড়। ২২ বছর বয়সী এই তরুণের নাম ছিল বিমলরাজ। খেলা চলাকালীন মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তামিলনাড়ুর একটি বেসরকারি কলেজে জুলজি নিয়ে পঠনরত তরুণ সপ্তাহের শেষে বাড়ি এসে জেলা স্তরের এক টুর্নামেন্টে নেমেছিলেন। কিন্তু ওই টুর্নামেন্ট চলাকালীনই তার মৃত্যু হলো।
জানা গেছে রেইডের সময় বিমলরাজ এক বিশাল লাফ দেয়। কিন্তু বিপক্ষ দলের এক খেলোয়াড় তাকে জাপটে ধরেন। সেই সময় ওই খেলোয়াড়ের হাঁটুর সাথে সংঘর্ষ হয় বিমলের। তারপরেই তাকে কিছুটা অস্বস্তিতে দেখা যায়। সেই অবস্থাতেই মাটিতে পড়ে মৃত্যু হয় তাঁর। এর পর ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ জেলা হাসপাতালে পাঠায় পোস্টমর্টেমের জন্য ৷
A 22-year-old student died of suspected heart attack while he was playing #Kabaddi at #Manadikuppam on Sunday night.
The police said the deceased, #Vimalraj, was studying 2nd year https://t.co/Y3z8surDu2 Zoology in a private college in #Salem district.#TamilNadu #Cuddalore pic.twitter.com/NdAkMbi1eb
— Hate Detector 🔍 (@HateDetectors) July 26, 2022
হৃদরোগের কারণে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আশঙ্কা করা হলেও পুলিশ এখনও তদন্তে চালিয়ে যাচ্ছে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে। প্রকাশ্যে আসা ভিডিওর ঘটনা অনুযায়ীই আপাতত পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। ওই রেইডের পর তার সতীর্থেরা সঙ্গে সঙ্গে তার দিকে এগিয়ে এলেও ততক্ষণে বিমল ঢলে পড়েছিলেন এবং শেষপর্যন্ত তাকে বাঁচানো যায়নি।