রাজারহাটের বৈদিক ভিলেজে জন্মদিনের পার্টি শেষে তরুণীকে গণধর্ষণ! গ্রেফতার ৪ যুবক

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রাজারহাটের (Rajarhat) বৈদিক ভিলেজে (Vedic Village) গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। একটি রিসর্টে জন্মদিনের পার্টির শেষে তরুণীকে বলপূর্বক ধর্ষণ করে চার যুবক। নির্যাতিতার অভিযোগের দাবিতে ইতিমধ্যেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

সূত্রের খবর অনুযায়ী, গত ১০ ই নভেম্বর রাজারহাটের বৈদিক ভিলেজে একটি রিসর্টে জন্মদিনের পার্টি অনুষ্ঠিত হয়। তবে এরপর তার সঙ্গে যে এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে, তা ঘুণাক্ষরেও টের পায়নি ওই তরুণী।

নির্যাতিতার দাবি, জন্মদিনের পার্টি বেশ গভীর রাত পর্যন্ত চলে। পরবর্তীতে মাদক মেশানো পানীয় খাওয়ানো হয় তরুণীকে এবং এরপর অজ্ঞান করার মাধ্যমে তরুণীটিকে গণধর্ষণ করে চার যুবক। এক্ষেত্রে তাকে একাধিকবার গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরের দিন জ্ঞান ফিরতে সমস্ত বিষয়টি প্রসঙ্গে অবগত হয় তরুণী এবং এরপর স্থানীয় থানায় উপস্থিত হয় সে।

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে চার যুবককে গ্রেফতার করেছে রাজারহাট থানার পুলিশ। এদিন তাদের আদালতে তোলা হতে চলেছে বলে খবর। এক্ষেত্রে অভিযুক্ত যুবকরা পরিকল্পনা করে তরুণীকে গণধর্ষণ করে বলে অনুমান পুলিশের।

তবে রাজারহাটের বৈদিক ভিলেজের মতো এলাকায় ধর্ষণের ঘটনায় মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। বৈদিক ভিলেজের মতো স্থানে নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে এহেন ঘটনা ঘটলো, তা নিয়ে উঠে গিয়েছে একাধিক প্রশ্ন চিহ্ন। তবে বর্তমানে সিসিটিভি ফুটেজ দেখার পাশাপাশি অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে কঠোর শাস্তি দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ।

সম্পর্কিত খবর

X