ফের শ্যুটআউট কলকাতায়, বচসা থেকে চলল গুলি! রক্তারক্তি কাণ্ড তিলোত্তমায়

বাংলাহান্ট ডেস্ক : ফের গুলির শব্দে কেঁপে উঠলো খাস কলকাতা। পানশালার সামান্য ঝগড়াই ঘটিয়ে দিল রক্তারক্তি কাণ্ড। এমনকি এক যুবকের বিরুদ্ধে আরেক যুবককে তুলে নিয়ে গিয়ে তার হাতে গুলি করার অভিযোগ উঠল। হাইল্যান্ড পার্কের একটি পানশালায় বড়দিনের আগের রাতে এমন ভয়াবহ ঘটনা ঘটে যাওয়ার পর ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পিন্টু বাগ নামে নরেন্দ্রপুরের এক বাসিন্দার কথায় জানা গিয়েছে, তিনি তার বন্ধু জিৎ মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে শনিবার রাত্রিবেলায় পানশালাতে গিয়ে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার সাথে বাগ বিতন্ডায় জড়িয়ে পড়েন। সেখানে বসার আসনকে কেন্দ্র করে তর্কাতর্কি হতে হতেই তিনি পানশালার বাইরে বেরিয়ে আসলে তাঁকে টানতে টানতে ওই দুই যুবক একটি গাড়িতে নিয়ে গিয়ে তোলেন বলে অভিযোগ পিন্টুর।

শুধু তাই নয়, পিন্টু আরোও দাবি করেন যে, গাড়িতে তোলার সময় কালো কাপড় দিয়ে তাঁর চোখ বেঁধে দেওয়া হয়েছিল। তাঁর সোনার হার, ২০ হাজার টাকা এবং মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেছেন পিন্টু। পিন্টুর কথায়, চোখ বাঁধা অবস্থাতেই তাকে নরেন্দ্রপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে পিন্টুর চোখের বাঁধন খুলে দিয়ে অভিযুক্ত তাঁকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলি ছুঁড়লে একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু, অপর গুলিটি পিন্টুর বাঁ হাতে এসে লাগে।woman arrested

পিন্টুর বয়ান অনুযায়ী, প্রাণে বাঁচতে কোন রকমে সেই জায়গা থেকে ছুটে বেরিয়ে আসেন তিনি। বেশ কিছুক্ষণ লুকিয়ে থাকার পর রবিবার সকাল ৬টা নাগাদ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। পিন্টুর অভিযোগ পেয়েই জোরকদমে তদন্ত শুরু করে পুলিশ। এরপরেই পুলিশের হাতে ধরা পড়ে নরেন্দ্রপুরের এক যুবক সাবির মণ্ডল ওরফে বাপি। এখন তাঁকে জেরা করা হচ্ছে বলেই জানা গিয়েছে।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর