প্যারাগ্লাইডিংরত অবস্থায় ‘মা তুঝে স্যালাম’ গাইছে যুবক, ভাইরাল ভিডিও দেখে প্রশংসা করল নেটপাড়া

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান দিনে স্যোশাল মিডিয়ায় প্যারাগ্লাইডিং-র (Paragliding) অনেক রকম ভাইরাল ভিডিও (viral video) দেখা যায়। তবে এই প্যারাগ্লাইডিং করতে যেমন সাহসের প্রয়োজন হয়, তেমনই সেই সময় ভিডিও শ্যুট করতেও কিন্তু দমের প্রয়োজন হয়। দুর্বল হৃদয়ের ব্যক্তিদের সর্বদাই এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে বলা হয়।

প্যারাগ্লাইডিং দেখতে যতটা সুন্দর, আদতে যে বা যারা প্যারাগ্লাইডিং করেন, তাদের অবস্থা ঠিক ততোটাই খারাপ হয়ে যায়। মাটি থেকে হাজার হাজার ফুট উঁচুতে প্যারাসুটের মধ্যে ভেসে পাখির মত করে উড়ে উড়ে বেড়ানো। ভাবতেই বেশ রোমাঞ্চ লাগে। তবে আরও একটু ভাবুন। এই প্যারাগ্লাইডিং করতে করতে গান গাইলে কেমন হয়? তাও আবার হাতে যদি একটা ছোট্ট গিটার থাকে!

   

হ্যাঁ, অবাক হবেন না, এটাই বাস্তব। আগে দেখে নিন একটি ভাইরাল ভিডিও যেখানে, এই গোটা বিষয়টা মাটি থেকে ৮০০০ ফুট উচ্চতায় উঠে দুই যুবক করে দেখিয়েছেন।

https://www.facebook.com/lamusicalive247/videos/200248314861271

ভিডিওতে দুই যুবককে দেখা যায়। দুজন একসঙ্গে সঠিক পদ্ধতিতে প্যারাগ্লাইডিং করছেন। একজন হাতে নিয়েছেন একটি সেলফি স্টিক, আর অন্যজনের হাতে রয়েছে একটি ছোট্ট গিটার। শুধু তাই নয়। মাটি থেকে প্রায় ৮০০০ ফুট উচ্চতায় উঠে যেখানে ভয়ে মানুষের কথাই বন্ধ হয়ে যায়, সেখানেই এক যুবক খোশমেজাজে গাইছেন ‘মা তুঝে সালাম, বন্দেমাতারম’, আর অপরজন তা ক্যামেরা বন্দী করছেন।

স্যোশাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। পাশাপাশি যারাই এই ভিডিও দেখেছেন, এই দুই যুবকের সাহসিকতার প্রশংসা করেছেন। আর সেইসঙ্গে ভয়ে গায়ের লোম সোজাও হয়ে গিয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর