অবিশ্বাস্য! প্রকৃতির নিয়মের বিরুদ্ধে চার মাসের অন্তঃসত্ত্বা এই যুবক

প্রাকৃতিক ভাবেই পুরুষরা (male) সন্তান ধারনে সক্ষম হন না। কিন্তু এই নিয়মের ব্যাতিক্রম ঘটিয়ে চার মাসের অন্তঃসত্ত্বা বছর আঠারোর Mikey Chanel. তিনি নিজেই এই সুখবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। তবে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে একজন যুবক গর্ভধারণ করতে পারে, বিশ্বাস করতে পারছিলেন না অনেকেই।

images 2020 12 30T160508.714

তবে চিকিৎসকরা এতে অস্বাভাবিক কিছুই দেখছেন না৷ তারা জানিয়েছেন, মিকের শরীরে মহিলাদের প্রজনন অঙ্গ রয়েছে৷ তাই গর্ভধারণ অসম্ভব নয়।

https://www.instagram.com/p/CIWKWN-p1mN/?igshid=uny5bv5yn1rr

মিকের মা জানিয়েছেন, মিক তার গর্ভে থাকার চিকিৎসকরা জানিয়েছিলেন কন্যা সন্তান রয়েছে গর্ভে। তবে মিক পুরুষ হিসাবে জন্মগ্রহণ করে।

https://www.instagram.com/p/CIeDBvVpbbs/?igshid=wugy9liudbg7

পুরুষ হিসাবে জন্ম নিলেও মিকের কথা বার্তা, আদব কায়দার সাথে বিপরীত লিঙ্গেরই বেশি মিল ছিল। মিকও জানিয়েছেন মেয়েলি হওয়ায় তাকে শিক্ষা জীবনে অনেক টিটকিরি শুনতে হয়েছে। তার প্রশ্ন, মানুষের কি স্বাধীন ভাবে জীবন ধারন বেছে নেওয়ার অধিকার নেই?

https://www.instagram.com/p/CHlhj6WJkPo/?igshid=1btqxt2uqtxur

মিক জানিয়েছেন তিনি বরাবরই মা হতে চেয়েছেন। সেই স্বপ্ন এতদিনে পূরনের পথে। সন্তানের জন্য অপেক্ষা করে আছেন তিনি।

 

সম্পর্কিত খবর