ভোট দিতে গেলেই কেটে ফেলব! কাঠারি হাতে হুমকি যুবকের

বাংলাহান্ট ডেস্কঃ ভোট দিতে গেলেই কেটে ফেলার হুমকি। কাঠারি হাতে ঘুরে বেড়ানো সেই যুবকের ছবি প্রকাশ্যে এসেছে। যা নিয়ে তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছে পটাশপুর চকগোপাল এলাকায়। ওই এলাকায় একটি বুথের ১০০ মিটারের মধ্যেই ওই যুবকের এমন কাঠারি হাতে ঘুরে বেড়ানো নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তারা অভিযোগ করছে ভোট দিতে গেলেই কেটে ফেলবে বলে হুমকি দিচ্ছে ওই যুবক।

এমনকি প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে কয়েকটি যুবক এমন হুমকি দিচ্ছে বলে জানা যাচ্ছে। তাঁদের মধ্যে একজনের কাঠারি হাতে মাঠের আল রাস্তা দিয়ে ঘুরে বেড়াতেও দেখা গেছে। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছোয় বিশাল কেন্দ্রীয় বাহিনী। চকগোপালের যে বুথের ১০০ মিটারের মধ্যেই এমন হিংসাত্মক ঘটনা ঘটল, সেই বুথে যান এক আধিকারিক। তিনি প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলে কোনও ভোটারকে যাতে কোনও ভাবেই প্রভাবিত না করা যায় তার নির্দেশ দেন বলে জানা গেছে।

হুমকি তোয়াক্কা না করেই ভোট, ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মার এলাকার মহিলাদের | রাজ্য News in Bengali

অন্যদিকে প্রথম দিনের ভোটেই একাধিক কেন্দ্র থেকে হামলা ও শাসানির মত অভিযোগ উঠতে দেখা যাচ্ছে। একদিকে শাসকদলের কর্মীর মাথা ফাটার মত অভিযোগ তো অন্যদিকে শুভেন্দুর (Suvendu Adhikari) ভাই সৌমেন্দু অধিকারীর (Soumendu Adhikari) উপর অতর্কিতে হামলার অভিযোগে প্রথম দফা ভোট উত্তাল হয়ে উঠেছে।

প্রসঙ্গত বাংলার ভোটে (West Bengal Assembly Election) হিংসা ও রক্তক্ষয় নতুন কোনও ঘটনা নয়। এবারের ভোটে সেই পরিমান আরও বাড়তে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল প্রায় সমস্ত রাজনৈতিক দলই। এক্ষেত্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) বিজেপির বিরুদ্ধে রাজ্যে বহিরাগত গুন্ডা ঢোকানোর অভিযোগ তুলেছেন। এমনকি রাজ্যের সমস্ত সীমান সিল করার করার দাবিও জানিয়েছেন তিনি। অন্যদিকে আবার শাসক দল ভোটে সন্ত্রাস করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধীরাও।

সম্পর্কিত খবর