উপস্থিত ছিলেন ধর্নামঞ্চেও, চাকরি না পেয়ে অবসাদে ব্রেন স্ট্রোকে প্রয়াত ২০১৪-র টেট চাকরিপ্রার্থী

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক :চাকরির দাবিতে বিক্ষোভ দেখেছে কলকাতা। কোলে শিশু নিয়ে বহু মা দিনের পর দিন যোগদান করেছেন সেই আন্দোলনে। এবার এই আন্দোলনের সাথে যুক্ত হল মৃত্যু। ২০১৪ প্রাইমারির এক টেট পাস নট ইনক্লুডেড প্রার্থীর গত ১৮ই নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার অকাল প্রয়াণ হল। অভিযোগ মানসিক চাপ সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোকের কারণে গতকাল ভোরে তার মৃত্যু হয়।

জানা গেছে, এই টেট পরীক্ষার্থীর নাম মিলন মন্ডল। মিলন মন্ডল কৃষ্ণনগরের ধুবুলিয়া থানার বাহির দ্বীপ গ্রামের বাসিন্দা ছিলেন। মিলনবাবু করুণাময়ী ধর্না মঞ্চে তৃতীয় দিনে সশরীরে উপস্থিতও ছিলেন। প্রসঙ্গত, ২০১৪ সালের টেট পরীক্ষার পর আট বছর কেটে গেলেও এখনো ভাগ্যের শিকে ছেঁড়েনি টেট পরীক্ষার্থীদের।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসের পরও নিয়োগ হয়নি। এরপর রাস্তায় বসে আন্দোলন করার সিদ্ধান্ত নেন চাকরি প্রার্থীরা। ধর্মতলা সহ সল্টলেকের একাধিক জায়গায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল চাকরিপ্রার্থীরা। বিশেষ করে সল্টলেকে আন্দোলনের সময় বিক্ষোভ তোলার জন্য চাকরিপ্রার্থীদের উপর ধরপাকড় শুরু করে পুলিশ। এরফলে অসুস্থ হয়ে পড়েন বহু চাকরিপ্রার্থী।

মিলন মন্ডল এই চাকরিপ্রার্থীদের মধ্যেই ছিলেন একজন। চাকরির আশায় সহকর্মীদের সাথে রাস্তায় নেমে আন্দোলন করেছেন বহুবার। তবে দিন দিন তার উপর মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছিল বলে পরিবার সূত্রে খবর। কবে চাকরি পাবেন, কিভাবে তার নিজের জীবন প্রতিষ্ঠিত হবে তা নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকতেন তিনি। অবশেষে অত্যধিক মানসিক চাপে ব্রেন স্ট্রোকের কারণে মৃত্যু ঘটে এই তরুণ যুবকের।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X