অসুস্থ স্ত্রী-সন্তানকে নিয়ে লেডিসে ওঠাই কাল হল ব্যক্তির! তেড়ে গেলেন মহিলা যাত্রী, তারপর …

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ট্রেনে এক মহিলার কুৎসিত ভাষায় এক পুরুষ যাত্রীকে গালাগালি করার ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা ট্রেন যাত্রী এক পুরুষযাত্রী ও তার মহিলা সহযাত্রীদের উদ্দেশ্য করে কুৎসিত ভাষায় গালাগালি দিচ্ছেন। ঘটনাটি কিছুদিন আগের ব্যান্ডেল লোকালের।

শ্রীরামপুর (Sreerampur) স্টেশন থেকে ব্যান্ডেল (Bandel) লোকাল ছাড়ার মুহূর্তে অসুস্থ স্ত্রী ও সন্তানকে নিয়ে মহিলা কামড়ায় উঠে পড়েন এক যুবক। এরপর সেই কামরায় থাকা দুই-একজন মহিলা যাত্রী তীব্র ভাষায় আক্রমণ করেন ওই যুবককে। মহিলা কামড়ায় কেন একজন পুরুষ উঠবেন সেই প্রশ্ন করে বসেন তাকে।

এরপর ওই কামরায় থাকা অন্যান্য মহিলা সহযাত্রীরা ব্যাপারটি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাতে দেখা যায় ওই মহিলা উল্টে আরো অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন অন্যান্য মহিলা সহযাত্রীদের। এই ঘটনাটি এক মহিলা সহযাত্রী মোবাইল ক্যামেরায় ভিডিও করেন। এরপর সোশ্যাল মিডিয়ায় আগুনের বেগে ভাইরাল হয় ভিডিওটি।

এই ভিডিওতে দেখা যাচ্ছে ওই লোকাল ট্রেনের এক মহিলা যাত্রী আশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন তার অন্যান্য মহিলা সহযাত্রীদের। এক মহিলা সহযাত্রী ফেসবুক ওয়ালে লিখেছেন, কিছু মহিলার জন্য অপমানিত হতে হচ্ছে গোটা মহিলা জাতিকে। ওই পুরুষ যাত্রীটি তার অসুস্থ স্ত্রী ও সন্তানকে নিয়ে নিরুপায় হয়ে ওই মহিলা কামড়ায় উঠেছিল।

অন্যান্য মহিলা যাত্রীদের অসুবিধা ছিল না সেই বিষয়। কিন্তু এক মহিলা এই বিষয় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। জনৈক এই ফেসবুক ব্যবহারকারীর প্রশ্ন, একজন পুরুষ যাত্রী শুধুমাত্র তার স্ত্রী ও সন্তানের সুরক্ষার কথা ভেবে বাধ্য হয়ে মহিলা কামড়ায় উঠেছিলেন। কিন্তু সেই জন্য তার তার সাথে কেন এমন অভদ্র ব্যবহার করবেন মহিলা সহযাত্রী?

এরই সাথে ফেসবুক ব্যবহারকারী লিখেছেন যে মানবিকতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা এই ঘটনা থেকেই স্পষ্ট। অন্যান্য ফেসবুক ব্যবহারকারীরা এই ভিডিও দেখে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি যে মহিলা সহযাত্রী ওই পুরুষ যাত্রীর পাশে দাঁড়িয়ে লড়াই করে গিয়েছেন তাকেও ধন্যবাদ দিয়েছেন নেটিজেনরা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর