বাংলা হান্ট নিউজ ডেস্ক: ডাচদের অভিজ্ঞতার কাছে হার মানল মার্কিনী তরুণরা। ৩-১ ফলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল নেদারল্যান্ডস। ঠান্ডা মাথায় কাজের কাজগুলো করে তারুণ্যে ভরা মার্কিন যুক্তরাষ্ট্রকে থামাতে সক্ষম হয়েছেন নেদারল্যান্ডসের অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে তৈরি দলটি।
গ্রুপ পর্বে কাতার, সেনেগাল, ইকুয়েডরের বিরুদ্ধে নেদারল্যান্ডসের ফুটবল দেখে ফুটবলপ্রেমীরা খুব খুশি হতে পারেননি। আজকেও যে তারা চোখ ধাঁধানো ফুটবল খেলেছেন এমনটা নয়। বরং বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রের ফুটবলারদের আক্রমণ বেশ চাপে ফেলে দিয়েছিল ডাচদের। কিন্তু অভিজ্ঞ একজন স্ট্রাইকার এর অভাবই হয়তো শেষ পর্যন্ত ভোগালো তাদের।
প্রথমার্ধেও বলের দখল বেশি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। কিন্তু তার মধ্যেই গতির বিরুদ্ধে গোল করে ডাচদের এগিয়ে দেন অভিজ্ঞ ফুটবলার মেমফিস ডিপাই। প্রথমার্ধের একদম শেষ দিকে আরেক অভিজ্ঞ ফুটবলার ডালে ব্লিন্দ দ্বিতীয় গোল করেন তাদের হয়ে। প্রথমার্ধে ২-০ ফলে এগিয়েই ড্রেসিংরুমে ফেরে ডাচরা।
দ্বিতীয়ার্ধে চাপ আরো বাড়িয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। বল ছাড়া খেলতে অবশ্য অসুবিধা হয়নি ডাচদের। তারাও বেশ কিছু সুযোগ পেয়েছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবলারদের গতি বারবার সমস্যায় ফেলেছে ডাচ ডিফেন্সকে। অভিজ্ঞ ভার্জিল ভ্যান ডাইক ও গোলরক্ষক নোপার্ট বেশ কয়েকবার তাদের রক্ষা করেন। কিন্তু তা সত্ত্বেও ম্যাচের ৭৬ মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিচের পাস থেকে ব্যবধান কমান পরিবর্তন হিসেবে নামা ফুটবলার হাজী রাইট।
এখান থেকে অনেকেই আশা করছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো একটি মনে রাখার মত কামব্যাক করতে পারবে। কিন্তু প্রথমার্ধে দুটি অ্যাসিস্ট করা ডেন্জিল ডামফ্রিস ৮১ মিনিটে নিজের প্রথম এবং দলের তৃতীয় গোলটি করে মার্কিন যুক্তরাষ্ট্রের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। এরপর আর কিছুই করা সম্ভব হয়নি তরুন দলটির পক্ষে। আজকের দ্বিতীয় খেলায় আর্জেন্টিনা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলে কোয়ার্টার ফাইনালে ডাচদের মুখোমুখি হবেন লিওনেল মেসি।