বাংলা হান্ট ডেস্ক: আনাজ বিক্রি করে ফেরার পথে হারিয়ে ফেলেছিলেন সব টাকা। পরে হুঁশ ফিরতেই মাথায় হাত পড়ে গিয়েছিল ওই কৃষকের। কিন্তু এক যুবতীর তৎপরতায় খোয়া যাওয়া টাকা ফেরত পেলেন ওই কৃষক।
মধ্যপ্রদেশের ভোপালে বাঁধাকপি বিক্রি করে ফিরছিলেন রাজা রমেশ বাবু। কিন্তু বাসেই টাকার ব্যাগ রেখে নেমে পরেন তিনি। অন্যদিকে, সেই বাসেই বেতুল থেকে সওয়ার হন রীতা নামের এক যুবতী। তিনিই দেখেন একটি ব্যাগ পড়ে। সেটি খুলে দেখেন তাতে রয়েছে কয়েক হাজার টাকা।
সঙ্গে সঙ্গেই বাস থেকে নেমে স্থানীয় সাইখেরা পুলিশ স্টেশনে পৌঁছে যান তিনি। খুলে বলেন গোটা ঘটনা। তারপর পুলিশ তদন্ত করে জানতে পারে ওই ব্যাগটি রমেশ বাবুর। এই প্রসঙ্গে ওই থানার এক পুলিশকর্তা জানান, এবারই প্রথম নয়।
এর আগেও সততার পরিচয় দিয়েছেন রীতা। কিছু সময় আগেও তাঁর বাবার একাউন্টে ভুল করে কেউ ৪২ হাজার টাকা জমা করে দিয়েছিল। সেটাও রীতা খোঁজ খবর নিয়ে ফিরিয়ে দিয়েছিলেন। পুলিশের তরফ থেকে রীতাকে সম্মানিত করার চিন্তা ভাবনা করা হচ্ছে।