পদ্ম ফুল দিয়ে মাস্ক তৈরি করেন এই যুবতী, প্রশংসায় মুখর হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বাংলাহান্ট ডেস্কঃ এই করোনা কালে আমরা নানান ধরনের মাস্ক (Mask) দেখেছি। কাপড়ের মাস্ক, ত্রিস্তর বিশিষ্ট N95, আবার বর্তমান সময়ে প্লাস্টিকের মাস্কও দেখা গিয়েছে। তবে পদ্ম ফুলের ডাটা (Lotus flower data) দিয়ে তৈরি করা মাস্কের বিষয়ে কি শুনেছেন কখনও? অবাক হচ্ছেনা না তাই না!

সমগ্র বিশ্ব যখন কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার এবং তাঁর প্রস্তুতির দিকে নজর দিচ্ছে, সেখানে মণিপুরের (Manipur) একটি মেয়ে পদ্ম ফুলের ডাটা দিয়ে মাস্ক বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে। শুধু তাই নয় প্রশংসাও কুড়িয়ে নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra modi) থেকেও।

girl 1

অভিনব উদ্যোগ
মণিপুরের বিজনপুর জেলার বিখ্যাত লোকতক হ্রদের কাছে থাঙ্গা টোংব্রাম এলাকার বাসিন্দা ২৭ বছর বয়সী টোংব্রাম বিজয়শান্তি পদ্ম ফুলের ডাটা দিয়ে মাস্ক বানিয়ে সকলকে অবাক করে দিয়েছে। বিগত বেশ কয়েক বছর ধরেই বিজয়শান্তি পদ্ম ফুলের ডাটা থেকে সুতো এবং কাপড় তৈরির কাজ করে।

লোকতক হ্রদের ধারে খুব সুন্দর পদ্ম ফুল ফোটে। ২০১৮-২০১৯ সাল থেকেই সেই পদ্ম ফুলের ডাটা দিয়ে সুতো এবং কাপড় বানানোর কাজ করছেন বিজয়শান্তি। তাঁর সঙ্গে আরও ১৫ জন মহিলা এই কাজ করেন। সেইসঙ্গে তারা আরও ২০ জন মহিলাকে এই কাজের জন্য প্রশিক্ষণও দেয়।

girl 2

প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী
বিজয়শান্তির এই অভিনব উদ্যোগ গুজরাট পরীক্ষাগার থেকে সবুজ সংকেত পেয়ে গেছে। এই ধরনের কাপড়ের পোশাকের বিদেশে অনেক চাহিদা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে বিজয়শান্তির এই কাজের প্রশংসা করে তাকে অনেক অভিনন্দও জানিয়েছেন।

অভিভূত মুখ্যমন্ত্রীও
পাশাপাশি মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং ট্যুইট করে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী মোদী তাঁর মন কি বাত অনুষ্ঠানে বিজয়শান্তির অনেক প্রশংসা করেছেন। তাঁর এই প্রচেষ্টার মাধ্যমে পদ্ম চাষ ও টেক্সটাইল শিল্পের নতুন মাত্রা উন্মোচন হয়েছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর