চলন্ত ট্রেনেই গাঁজায় “সুখটান” একদল যুবতীর! ভিডিও ভাইরাল হতেই যা হল জেনে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে গণপরিবহণে ধূমপান অথবা নিষিদ্ধ দ্রব্য সেবন একটি শাস্তিযোগ্য অপরাধ। শুধু তাই নয়, বর্তমানে ট্রেনে কিংবা কোনো স্টেশন চত্বরে ধূমপান অথবা মদ্যপানের ক্ষেত্রেও রয়েছে বিধিনিষেধ। পাশাপাশি, এই প্রসঙ্গে যাত্রীদেরও সচেতন করা হয় রেলের তরফে। তবে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমন একটি ভিডিও ভাইরাল হচ্ছে যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে সকলের।

যেটিতে দেখা গিয়েছে চলন্ত ট্রেনের মধ্যেই মনের আনন্দে গাঁজায় (Marijuana in Train) টান দিচ্ছেন একদল যুবতী। গত সোমবার ভাইরাল হওয়া এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। মূলত ভিডিওটিতে দেখা গিয়েছে, ট্রেনের বগির টয়লেটের কাছে দাঁড়িয়ে একজন যুবতী গাঁজায় টান দিচ্ছেন। পাশাপাশি, তাঁর সাথে আরও কিছুজন রয়েছেন। অথচ ট্রেনের মধ্যে ধূমপান অথবা যেকোনো ধরণের নেশা করা আইনত অপরাধ। সেখানে একদল যুবতীর এহেন কর্মকান্ড প্রত্যক্ষ করে সকলেই প্ৰশ্ন তুলেছেন।

এই প্রসঙ্গে জানা গিয়েছে, গত রবিবার রাতে ঝাড়খণ্ডের টাটানগর থেকে বিহারের কাঠিয়ারগামী ট্রেনে এই ঘটনাটি ঘটেছে। এদিকে, পরমানন্দ কুমার শা নামের এক ব্যক্তি এই ভিডিওটি নেটমাধ্যমে সামনে এনে পুরো বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি, তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করে এও জানান যে, পশ্চিমবঙ্গের আসানসোল থেকে কয়েকজন যুবতী ওই ট্রেনে উঠেছিলেন। তারপর তাঁরা সারা রাত ধরে ক্রমাগত ট্রেনের ভিতরেই সিগারেট ও গাঁজায় টান দিতে থাকেন।

এদিকে, এই ঘটনাটি সম্পর্কে অবগত হয়ে রেল পরিষেবার আধিকারিকরা টুইটের মাধ্যমে ওই ব্যক্তির কাছ থেকে জানতে চান, “স্যার, আমরা আপনাকে অনুরোধ করছি দয়া করে আপনার ভ্রমণের বিবরণ (PNR/ট্রেন নম্বর) এবং মোবাইল নম্বর আমাদের সাথে ডিএমের মাধ্যমে শেয়ার করুন। এছাড়াও আপনি সরাসরি http://railmadad.indianrailways.gov.in-এ আপনার অভিযোগ নথিভুক্ত করতে পারেন। অথবা বিষয়টির দ্রুত নিষ্পত্তির জন্য ১৩৯ নম্বরে ডায়াল করুন।”

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রাতে ট্রেনের ভিতরে ধূমপানের ঘটনা এর আগেও বহুবার ঘটেছে। মূলত, বিভিন্ন দূরপাল্লার ট্রেনে প্রায়শই এমন ঘটনার প্রসঙ্গ সামনে আসে। এমতাবস্থায়, রেলের তরফে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হলেও এটি পুরোপুরি বন্ধ করা যায়নি। তবে, ফের নতুন করে এহেন দৃশ্য সামনে আসায় স্বাভাবিকভাবেই তা প্রশ্নের উদ্রেক করছে। শুধু তাই নয়, ভাইরাল হওয়া ভিডিওটির পরিপ্রেক্ষিতে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর