জাস্ট নখ টেস্ট, বলে দেবে ক্যান্সারের ঝুঁকি রয়েছে কি না! জীবনে বাঁচাতে আজই জানুন

বাংলা হান্ট ডেস্ক : বর্তমান যুগে যদি সত্যি কোন রোগ মানুষকে মেরে ফেলতে পারে সেটি হচ্ছে একমাত্র ক্যান্সার (Cancer)। এই ক্যান্সারের (Cancer) কারণে আজ সিংহভাগ মানুষ হাসপাতালের বেডে শয্যাশায়ী। এমনকি এই রোগ নিয়ে চিকিৎসকেরা প্রতিনিয়ত গবেষণা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ক্যান্সার (Cancer) এমন একটি রোগ যার ওষুধ এখনো পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়নি। কিন্তু মনে রাখবেন এটি হচ্ছে নীরব ঘাতক রোগ। কখন শরীরে বাসা বাঁধবে বুঝতেই পারবেন না। তবে ক্যান্সার (Cancer) চেনারও উপায় রয়েছে। এখন থেকে নখ দেখেই বুঝতে পারবেন আপনার ক্যান্সারের ঝুঁকি রয়েছে কিনা।

নখ টেস্ট করেই বোঝা যাবে ক্যান্সারের (Cancer) ঝুঁকি?

শরীরের প্রতিটি অঙ্গের সাথেই প্রতিটি অঙ্গ জড়িত। আর যখন কোন একটি অঙ্গ বিকল হয়ে পড়ে, তখন তার সুস্পষ্ট ছাপ প্রকাশ পায় শরীরে প্রতিটি অঙ্গের মাধ্যমে। তেমনি নখ দেখেই বুঝতে পারবেন আপনি ক্যান্সারে আক্রান্ত কিনা। এখন আপনার মনে প্রশ্ন জাগছে নখ দেখে কিভাবে ক্যান্সারের লক্ষণ ধরা পড়ে? বিজ্ঞানীদের মতে নখ হচ্ছে আমাদের শরীরে অবিচ্ছেদ্য অংশ। যেমন চোখ থেকে আমরা রোগের সম্ভাব্য ধারণা পোষণ করতে পারি। তেমনই নখ দেখেও ক্যান্সারের লক্ষণ জানা যায়।

নখ দেখে কীভাবে ক্যান্সারের লক্ষণ ধরা যায়?

বিশেষজ্ঞদের মতে নখের রং পরিবর্তনকে অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ এই রং পরিবর্তনই বলে দেয় আপনি ক্যান্সারে আক্রান্ত কি না। সাবুঙ্গয়াল মেলানোমার কারণে নখের রঙের পরিবর্তনের ঘটে। এটিই হচ্ছে মূলত এক ধরনের ত্বকের ক্যান্সার।। বিজ্ঞানীরা জানিয়েছেন, নখের উপর, কালো, বাদামি, ধূসর রঙের কোন দাগ দেখা গেলে সাবধান হয়ে যাওয়া উচিত।

আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি অনুযায়ী, হাত বা পায়ের আঙুলের উপর বিশেষ করে কালো রেখা ত্বকের ক্যান্সারের পূর্ব লক্ষণ। যদিও গবেষকদের মতে, মেলানোমা নামের রোগটি মূলত নখের নিচেই বৃদ্ধি পায়। তবে কালো রং ছাড়াও রয়েছে আরো বিশেষ কিছু লক্ষণ।

আরও পড়ুন : সাবধান! ভাইফোঁটায় ভুলেও করবেন না এই কাজ, যমরাজ খেপে গেলেই ক্ষতি ‘প্রাণের ভাইয়ের’

যেমন- নখের অবস্থা দুর্বল ভঙ্গুর হয়ে যাওয়া, নখের চারপাশে রক্তপাত, নখের চারপাশের চামড়ার রং পরিবর্তন, হঠাৎ হঠাৎ নখের আশেপাশে পুঁজ জমে যাওয়া ইত্যাদিও অন্যতম উপসর্গ। মূলত নখের মাধ্যমে ত্বকের ক্যান্সারের লক্ষণ ফুটে ওঠে। তাই এই বিষয়গুলিকে সাধারণ ত্বকের রোগ বলে উড়িয়ে দেবেন না। এ বিষয়ে বিচক্ষণ থাকুন।

Cancer

তবে নখ দেখে শুধু ক্যানসার নয়, একইসাথে থাইরয়েড, মানসিক সমস্যা, বিষন্নতা, বাত, ফুসফুসের রোগও ধরা পড়ে। বিশেষ করে জন্ডিসের লক্ষণ ধরা পড়ে এই নখের মাধ্যমেই। এক্ষেত্রে নখ হলুদ হয়ে যাওয়াকেই জন্ডিসের মূল লক্ষণ হিসেবে ধরা হয়। তবে অন্যান্য রোগের ক্ষেত্রে নখের উপর অন্যান্য লক্ষণ দেখা যায়। তাই নখ হচ্ছে আমাদের শরীরের এক অন্যতম অঙ্গ। যার দ্বারা অনায়াসে বড় বড় রোগের খবর মেলে।


Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর