বাংলা হান্ট ডেস্কঃ পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের কৃষি আধিকারিকের অফিসে ঢুকে এদিন এক যুবক রীতিমত তাণ্ডব চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল সংশ্লিষ্ট অফিসে। আধিকারিকদের অভিযোগের পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে যে, অভিযুক্ত সুমন মাইতি নিজেকে রাজ্যের মন্ত্রীর ভাগ্নে বলে পরিচয় দিয়ে তাণ্ডব চালায় সরকারি অফিসে।
প্রাপ্ত খবর অনুযায়ী, সুমন মাইতি নামের ওই যুবক গ্রুপ ডি পদে কর্মরত। তিনি বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ কৃষি আধিকারিকের অফিসে যান। সেখানে গিয়ে উনি অভব্য আচরণ শুরু করেন। কৃষি আধিকারিক নির্মল কুমার দিন্দা সুমনকে রেজিস্টারে সই করতে বাধা দিলেই তেলেবেগুনে জ্বলে ওঠে সে। এরপরই সুমন হুমকি দিয়ে বলে যে সে রাজ্যের মন্ত্রীর ভাগ্নে, তাই তাঁর ক্ষেত্রে কোনও নিয়ম খাটে না।
কৃষি অফিসের আধিকারিকরা অভিযোগ করে বলেন যে, সুমন টেবিলের উপর পা তুলে বসে মোবাইলে গেম খেলতে শুরু করে দেয়। তাঁর এহেন আচরণ দেখে সরকারি আধিকারিক থেকে শুরু করে সাধারণ মানুষরা পর্যন্ত চটে যায়। তবে, নিজেকে মন্ত্রীর ভাগ্নে বলা দাবি করা সুমন সবাইকেই ধমক দিয়ে চুপ করাতে থাকে। এমনকি সে অফিসের কম্পিউটার ভাঙচুর করে। আসবাবপত্রেও তাণ্ডব চালায় সে।
আধিকারিকরা অভিযোগ করে বলেন সুমন অফিসে ঢুকে আচমকাই তাঁদের উপর চড়াও হয়। অশ্রাব্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে আধিকারিকদের মারধোরও করে সে। তাঁর তাণ্ডবে অফিসের কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রাণ হাতে করে নিয়ে দৌড়ায়। এরপরই পুলিশে অভিযোগ জানানো হলে, পুলিশ তৎক্ষণাৎ এসে মন্ত্রীর ভাগ্নেকে গ্রেফতার করে নিয়ে যায়। তবে তিনি আদৌ মন্ত্রীর ভাগ্নে কী না, সেটা জানা যায়নি।