ফেমাস হতে রেলওয়ে ট্র্যাকে ভিডিও বানাচ্ছিল ১৭ বছরের তরুণ! আচমকাই বদলে গেল সবকিছু

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ার জগতে ইনস্টাগ্রাম রিল তৈরীর প্রবণতা দ্রুত বেড়েছে। ‘টিক-টক’-এর মতো, ইনস্টাগ্রামেও বিভিন্ন সিনেমার গান দিয়ে কয়েক সেকেন্ডের ভিডিও তৈরিও হচ্ছে। আর কিছু লোক লাইক এবং ভিউয়ের দৌড়ে তাদের জীবনের ঝুঁকি নিতেও পিছপা হয় না। এ ঘটনা তারই নিদর্শন। তেলেঙ্গানায় রেলপথে ইনস্টাগ্রাম রিলের শুটিং করছিলেন এক যুবক। কিন্তু হঠাৎ করেই সব বদলে গেল।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে 4 সেপ্টেম্বর তেলেঙ্গানার কাজিপেটে। সেখানে দ্রুতগামী ট্রেনটিকে পিছনে রেখে এক যুবক ইনস্টাগ্রাম রিল তৈরি করছিলেন বলে অভিযোগ। কিন্তু তখন ট্রেনটি ওই যুবককে ধাক্কা দিলে সে রেললাইনের কাছে পড়ে যায়। এই দুর্ঘটনায় যুবক গুরুতর আহত হয়েছে। পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছে, যার ভিডিও ইন্টারনেটে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। বলা হয়েছে, ওই ব্যক্তির এক বন্ধু ভিডিওটি শ্যুট করছিলেন।

দুর্ঘটনায় গুরুতর জখম হওয়ার পর ওই যুবককে সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনও আশঙ্কাজনক। চিকিৎসাধীন 17 বছর বয়সী যুবকের নাম অক্ষয় রাজ। সে ভাদেপল্লী কলেজের প্রথম বর্ষের ছাত্র।

সূত্রের খবর, অক্ষয় তার বন্ধুর সাথে রেলওয়ে ট্র্যাকের কাছে একটি ‘ইনস্টাগ্রাম রিল’ করতে এসেছিলেন। বন্ধুটি ভিডিও করা শুরু করার সাথে সাথেই রেললাইনের পাশ দিয়ে চলতে শুরু করেন ওই ব্যক্তি। এসময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রেন আসে। কিন্তু যুবক বিষয়টি টের পাননি। হয়তো সে ভাবছিল ট্রেনটা তার পাশ দিয়ে চলে যাবে। কিন্তু সেই ট্রেনের আঘাতেই দুর্ঘটনার শিকার হন তিনি।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X