বাইক নিয়ে বের হতেই ধরল পুলিশ, তাড়াহুড়োয় ১০ টাকার নোটকেই মাস্ক বানাল যুবক! ভাইরাল হল সেই ছবি

বাংলা হান্ট ডেস্কঃ ১০ টাকা দিয়ে বাড়িতে বানানো কাপড়ের মাস্ক বিক্রি হয় এটা প্রায় সবাই জানি। কিন্তু ১০ টাকার নোটকেই মাস্ক বানানো যায় জানেন কি? হুম এরকমই কিছু ঘটে গেলো আজ। উত্তর প্রদেশের মেরঠ (Meerut) জেলায় লকডাউনের মধ্যে মাস্ক ছাড়াই দুই যুবক ঘর থেকে বেরিয়ে আসে। আর সেটাই তাদের কাল হয়। বাড়ি থেকে বের হতেই পুলিশের সাথে মুখোমুখি হয়ে যায় ওই যুবকদের। আচমকা পুলিশকে দেখে তাড়াহুড়োয় পকেট থেকে ১০ টাকার নোট বের করে মুখে লাগিয়ে নেয়।

উল্লেখ্য, লকডাউনের মধ্যে মেরঠের দুই যুবকের বাড়ি থকে বের হওয়া কাল হয়ে যায়। ঘর থেকে বের হয়ে ফাঁকা রাস্তায় যখন যুবকদের বাইক চলছিল, তখনই একটু দূরেই পুলিশের ব্যারিকেড চলে আসে। সামনে পুলিশ দেখে ওই যুবকদের বুক ধকপক করে ওঠে।

মেরঠের শাস্ত্রীনগরের এল ব্লকে পুলিশের চেকিং চলছিল। সেখানে মাস্ক ছাড়াই দুই যুবক পৌঁছায়, আর তাদের কাছে যখন পালানোর রাস্তা বন্ধ হয়ে যায়, তখন তাঁরা বুঝতে পারে না যে, কি করবে? আর তখনই এক যুবক পকেট থেকে ১০ টাকার নোট বের করে মুখে লাগিয়ে নেয়।

আর এক যুবক নিজের পকেট থেকে রুমাল বের করে মুখে বাঁধে। পুলিশ ওই যুবকের কাণ্ডকারখানা দেখে অবাক হয়ে যায়। পুলিশ ওই যুবকদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে, তাঁরা ভাবনপুর থানা এলাকার বাসিন্দা। এক যুবক নিজের নাম আমির আর আরেক যুবক নিজের নাম মেহবুব জানায়। ওই দুজন এক ঠিকাদারের কাছে কাজ করে আর বেতনের টাকা নেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। এরপর পুলিশ ওই দুই যুবককে মাস্ক দেয় এবং বাইকের চালান কেটে ফেরত পাঠিয়ে দেয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর