বাংলা হান্ট ডেস্ক: মোমো (Momo) অনেকেরই পছন্দের খাবার। সন্ধ্যা হলেই কলকাতার অলি গলি ভরে ওঠে মোমোর গন্ধে। গরম গরম চিকেন স্যুপের সাথে মোমোর কম্বিনেশনের কোন তুলনা হবেনা। তবে কখনও কি ভাবতে পেরেছেন যে, এই মোমোর কারণে কারো প্রাণ চলে যেতে পারে! চ্যালেঞ্জ জিততে গিয়ে তিনি এমন পর্যায়ে পৌঁছে যান যে প্রাণটাই হারিয়ে বসেন তিনি।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিহারের গোপালগঞ্জ জেলায়। স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের নাম ভিপিন পাসওয়ান (Vipin Paswan)। তিনি থাভের সিহোরাও গ্রামের বাসিন্দা বিশুন মাঞ্জির ছেলে। বছর ২৩ এর এই যুবক একজন মোবাইল ফোন মেকানিক ছিলেন। সিওয়ানের জ্ঞানী মোড়ে তার একটি মোবাইল ফোন মেরামতের দোকান রয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ভিপিন প্রতিদিনের মতো তার মোবাইলের দোকানে কাজ করছিলেন। কাজের সময় তার মোবাইলে বন্ধুদের ফোন আসে। তিনি দোকান বন্ধ করে বন্ধুদের সঙ্গে সিওয়ানের জ্ঞানী মোড়ে মোমো খেতে যান। এবং সেখানেই তাকে চ্যালেঞ্জ করে বসে তার বন্ধুরা। তিনিও দেরি না করে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেন।
আর এই চ্যালেঞ্জ জিততে গিয়ে একটি দুটি নয় শতাধিক মোমো খেয়ে নেন তিনি। বন্ধুদের মতে, এইদিন প্রায় ১৫০টি মোমো খেয়েছিলেন তিনি। আর তারপরেই ভিপিনের শরীরের অবনতি হতে থাকে। তিনি সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। তবে দুঃখের বিষয়, বন্ধুরা প্রথমে বিষয়টি মজা ভেবেছিলেন। তবে যখন দেখেন, বিপিনের আর জ্ঞান ফিরছেনা তখন ভয় পেয়ে যান তারা।
এরপরেই স্থানীয়রা তড়িঘড়ি করে তাকে সিওয়ানের বাধদিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসা শুরু হওয়ার আগেই চিকিৎসকরা ভিপিনকে মৃত বলে ঘোষণা করেন। ময়না তদন্তের পর পুলিশ বিপিনের মৃতদেহ তুলে দেয় তার পরিবারের হাতে। থাভে থানার সভাপতি শশী রঞ্জন কুমার জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান থানার ওসি।