এবার আয়ের পথ হল আরও সহজ, মহিলাদের জন্য খুশির খবর! মনিটাইজেশন নিয়ে বড় আপডেট দিল YouTube

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ইউটিউব (Youtube) ক্রিয়েটার্সদের জন্য একটি বড় খবর সামনে এসেছে। মূলত, এই সোশ্যাল মিডিয়া (Social Media) প্ল্যাটফর্ম ভিডিও ব্লগগুলিকে মনিটাইজেশনের বিষয়ে একটি উল্লেখযোগ্য পরিবর্তন চিহ্নিত করছে। যার ফলে এবার থেকে স্তন্যপান করানোর ভিডিও থেকে শুরু করে এবং কামুক নৃত্যের মতো কনটেন্টগুলির পথ আরও প্রশস্ত হচ্ছে বলে জানা গিয়েছে। এই সংযোজন রেগুলার এবং গেমিং কনটেন্ট উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।

ইউটিউবের নতুন বিধান অনুসারে, স্তন্যপান করানোর ভিডিওতে কোনো আপত্তি থাকবে না। তবে, সেখানে কোনো শিশু দৃশ্যমান হতে হবে। মূলত, ইউটিউব অভিভাবকদের স্তন্যপান করানোর বিষয়টির গুরুত্ব স্বীকার করে। পাশাপাশি, এটাও আশা করে যে, এই পরিবর্তনগুলি ক্রিয়েটারদের তথ্যপূর্ণ এবং সহায়ক কনটেন্টগুলি ভাগ করার জন্য আরও জায়গা দেবে।

YouTube gave a big update about monetization

ক্রিয়েটারদের কি কি মাথায় রাখতে হবে: ইউটিউবের এই পদক্ষেপটি অন্তর্ভুক্তি এবং এর ব্যবহারকারী বেসের বিভিন্ন চাহিদার প্রতি তার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করবে। পাশাপাশি, বিভিন্ন কামুক নাচের মুভ সমন্বিত ভিডিওগুলির উপর বিধিনিষেধ শিথিল করেছে। এগুলি এখন মনিটাইজেশনের ক্ষেত্রে যোগ্যতা অর্জন করতে পারে। তবে, গাইডলাইনে স্তন, নিতম্ব ও যৌনাঙ্গের ইচ্ছাকৃত এবং বারবার প্রদর্শনের বিষয়টি নিষিদ্ধ করা এবং তা নিশ্চিত করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বজায় রেখেছে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী ঘোষণা করলেও এখনই বাড়ছে না DA! সামনে এল বড় আপডেট, কি করবেন কর্মীরা?

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইউটিউব এই বিষয়ে জোর দেয় যে সমস্ত, ক্রিয়েটারদের অবশ্যই ওই প্ল্যাটফর্মের কমিউনিটি গাইডলাইন এবং বিজ্ঞাপনের উপযোগী কনটেন্ট পলিসিগুলি অনুসরণ করতে হবে। পাশাপাশি, এটাও উল্লেখ্য যে, সমালোচকরা এর আগে ইউটিউবের বিরুদ্ধে বিজ্ঞাপন নীতির অভিযোগ এনেছেন। যেখানে বলা হয়েছে এটি নারী এবং LGBTQ ব্যক্তিদের ক্ষেত্রে অসামঞ্জস্যপূর্ণভাবে রয়েছে।

আরও পড়ুন: ৩১ ডিসেম্বরের মধ্যে করে ফেলুন এই কাজ! নাহলেই বন্ধ হবে UPI আইডি, দুর্ভোগ এড়াতে এখনই নিন জেনে

এদিকে, সাম্প্রতিক সামঞ্জস্য সত্বেও, ইউটিউব তার বিজ্ঞাপনের বিষয়ে তদন্তের মুখোমুখি হচ্ছে। পাশাপাশি, বর্তমান পদক্ষেপ থেকে এটাই মনে হচ্ছে প্ল্যাটফর্মটি বিভিন্ন সৃজনশীল অভিব্যক্তি সক্ষম করার এবং একটি দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল স্থান বজায় রাখার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X