বাংলা হান্ট ডেস্ক: এখনকার দিনে ইউটিউব (Youtube) ছাড়া এক কথায় অচল যে কোন স্মার্টফোন। সোশ্যাল মিডিয়া অ্যাপ গুলোর মতই এখনকার দিনে প্রত্যেক মোবাইল ব্যবহারকারীর কাছে অত্যন্ত জনপ্রিয় ইউটিউব। কিন্তু ভিডিও দেখার মাঝে মাঝে অ্যাড চলে আসলে তা বিরক্তির কারণ হয়ে ওঠে। তাই এই বিরক্তি থেকে মুক্তি দিতেই এবার একেবারে নতুন সাবস্ক্রিপশন প্ল্যান (Subscription Plan) এনেছে ইউটিউব।
অর্থাৎ কোন বিজ্ঞাপন ছাড়া (Add Free) ইউটিউব দেখার জন্য টাকা দিলেই সম্পূর্ণ অ্যাড ফ্রি ইউটিউব দেখা যাবে। সম্প্রতি এমনই এক নতুন সাসক্রিপশন প্ল্যান ভারতে লঞ্চ করা হয়েছে। কোন অ্যাড ছাড়া ইউটিউব দেখতে চাইলে ব্যবহারকারীরা এই সাবস্ক্রিপশন নিতে পারেন। তবে সেক্ষেত্রে প্ল্যানের দাম ফিক্সড রাখা হয়েছে।
ভারতে প্রত্যেক মাসে ইউটিউব সাবস্ক্রিপশনের জন্য খরচ হয় ১২৯ টাকা। তবে কেউ যদি ৩ মাসের সাবস্ক্রিপশন নিতে চান, তাহলে সেক্ষত্রে খরচ হবে ৩৯৯ টাকা। আর এক বছরের জন্য খরচ হবে ১২৯০ টাকা। তবে জানা যাচ্ছে এমন-ও কয়েকটি দেশ আছে যেখানে ইউটিউব দেখার জন্য ভারতের মতো টাকা খরচ হয় না।
এই কোম্পানির তরফে জানানো হয়েছে জানিয়েছে, তারা নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানের উপর কাজ শুরু করেছে। আগামী দিনে এই সমস্ত প্ল্যান সম্প্রসারণ করারও পরিকল্পনা রয়েছে তাদের। রিপোর্ট বলছে এই মুহূর্তে আমাদের দেশে মোট ৪৬ কোটির বেশি গ্রাহক ইউটিউব ব্যবহার করেন।দর্শকদের বিনোদনের পাশাপাশি এখনকার দিনে ইউটিউব বহু মানুষের অর্থ উপার্জনেরও জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে।
কিন্তু, এই প্ল্যাটফর্মে বিভিন্ন বিজ্ঞাপন ভিডিও দেখার আনন্দ নষ্ট করে দেয়। কিন্তু ইউটিউব ঘাঁটার সময় কোনও অ্যাড যাতে বিরক্ত না করে, তার জন্যই এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান এনেছে কোম্পানি। বিশেষ করে যাঁরা ইউটিউবের নিয়মিত দর্শক তাদের জন্য এই প্ল্যানগুলি সেরা বিকল্প হতে পারে। কিন্তু এখন অনেকের মনেই প্রশ্ন আসছে তাহলে কি এবার আর টাকা খরচ না করলে ইউটিউব দেখা যাবে না?
এপ্রসঙ্গে কোম্পানির তরফে স্পষ্ট জানানো হয়েছে, ইউটিউব সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ এখানে ভিডিও দেখার জন্য এক টাকাও খরচ করতে হবে না। তবে যাঁরা নন-প্রিমিয়াম সাবস্ক্রাইবার তাঁদের ভিডিও’র মাঝেই বিভিন্ন বিজ্ঞাপন দেখতে হবে।ইউটিউব প্রিমিয়াম নিতে গেলে অ্যাপে গিয়ে প্রোফাইল পিকচার অপশনে ট্যাপ করতে হবে। তারপর Get Youtube Premium অপশন থেকে পছন্দ মতো প্ল্যান বেছে নিতে হবে।