বাংলাহান্ট ডেস্ক : ইউটিউব যেন আজকের দিনে হয়ে উঠেছে অর্থ উপার্জনের এক মাধ্যম। বর্তমানে ৮ ধরনের বিকল্প থাকলেও গুগল এখন তার ইউজারদের অর্থ উপার্জনের জন্য আরেকটি বিকল্প দিতে চলেছে। তার ফলে অনেক কন্টেন্ট ক্রিয়েটর যে উপকৃত হবেন একথা বলাই বাহুল্য। জানা গিয়েছে, গুগল সম্প্রতি একটি কোর্স ঘোষণা করেছে।
আগামী বছরের মধ্যে এটি চালু করবে তারা। গুগল ফর ইন্ডিয়া ইভেন্টের সময় কোম্পানি এই ফিচারের কথা জানিয়েছে। ইতিমধ্যেই নির্বাচিত কিছু লেখকদের সাথে এই ফিচারটির উপরে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে। বর্তমানে কোম্পানি সাবস্ক্রিপশন ভিত্তিক মডেল কোর্সের বিটা টেস্টিং করছে। সূত্রের খবর, আগামী বছরের প্রথম দিকে সাবস্ক্রিপশন ভিত্তিক মডেল কোর্স চালু হতে পারে।
তবে কোম্পানি এটির লঞ্চের তারিখ সম্পর্কে কোনো তথ্য শেয়ার করেনি। প্রতিষ্ঠানটি ইউটিউব কোর্স থেকে নতুন কোর্স চালু করবে বলে জানিয়েছে। ইভেন্ট চলাকালীন, ইউটিউব ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ইশান জন চ্যাটার্জি বলেন যে কোর্সগুলি শুধুমাত্র দক্ষিণ কোরিয়া, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চালু করা হবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই নিজেদের স্কিল উন্নত করতে পারবেন।
তিনি আরও বলেন যে এটি কনটেন্ট প্রযোজকের উপর নির্ভর করবে যে তিনি ডিজিটাল লার্নিং সম্পর্কিত বিষয়গুলি থেকে আদৌ অর্থ উপার্জন করতে চান কি না। তবে, তারা যদি এটি থেকে আর্থিক লাভ পেতে চান তবে তারা শীঘ্রই একটি বিকল্প পাবেন। ইউটিউব চারটি ক্ষেত্রে তার নতুন কোর্স চালু করবে- ডিজিটাল স্কিল, উদ্যোক্তা, প্রফেশন এবং পার্সোনাল প্যাশন। ইউটিউব প্রযোজকরা পিএনজি এবং পিডিএফ ফর্ম্যাটে ডকুমেন্ট আপলোড করতে পারেন।