পরিবারের ইচ্ছা ছিলো ছেলে সরকারি চাকরি করুক! আজ বছরে কোটি কোটি টাকা কামাচ্ছে সুপুত্র

বাংলা হান্ট ডেস্কঃ নীতীশ রাজপুত নামটি বর্তমানে তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখতে পছন্দ করেন, তারা খুব সহজেই চিনবেন এই ইউটিউব স্টার তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে। তবে নীতিশের পক্ষে সোশ্যাল মিডিয়ায় পরিচিতি লাভ করা খুব সহজ সাধ্য কাজ মোটেও ছিল না! প্রথমে টিকটকে ভিডিও বানিয়ে জনপ্রিয়তা অর্জন করলেও এরপর ভারতের টিকটক নিষিদ্ধ করা হয়। বর্তমানে অবশ্য ইউটিউবে একাধিক ভিডিও বানিয়ে দর্শকদের মনোরঞ্জন করে চলেছে সে।

আপনাদেরকে বলে রাখি যে, একটা সময় নীতিশের পরিবার চেয়েছিল ছেলে পড়াশোনা করে সরকারি চাকরি করুক। তবে তাদের সেই প্রত্যাশা পূরণ না হলেও বর্তমানে এক কোটি টাকার কাছাকাছি অর্থ উপার্জন করে চলেছে এই ইউটিউব স্টার। টিকটক বনাম ইউটিউব সংক্রান্ত বিতর্কে নীতিশ রাজপুতের একটি ভিডিও তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। এরপর আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি! বর্তমানে তার প্রতিটি ভিডিও ভাইরাল হয়ে চলেছে। এই মুহূর্তে নীতিশ শ্রীলঙ্কা অর্থনীতির পতন থেকে শুরু করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো বিভিন্ন সোশ্যাল ইস্যু নিয়ে ভিডিও তৈরি করে চলেছে।

উত্তরপ্রদেশের সুলতানপুরে 1989 সালে জন্মগ্রহণ করে বর্তমানে তরুণ প্রজন্মের জনপ্রিয় স্টার নীতীশ। তার বাবা এক আইএসপি ফার্ম চালাতেন। ছোটবেলায় বেশিরভাগ সময় দিল্লিতে কাটে নীতিশের। স্কুলজীবন শেষ করে নিতে গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সে। এরপর একটি আইটি সেক্টরে কাজ করার মাধ্যমে কেরিয়ারের সূচনা হয় তার। অবশ্য এর পরে ভিডিও বানানোতেই মন দেয় নীতীশ। তার তৈরি ভিডিওগুলি বর্তমান প্রজন্মের জন্য বেশ অনুপ্রেরণাদায়কও বটে।

Nitish Rajput Success Story

সম্প্রতি RED FM 93.5-এর একটি সাক্ষাৎকারে নীতীশ জানায়, “বর্তমানে আমি আমেরিকায় একটি এমএনসি কোম্পানীতে ব্যবসায়িক প্রধান হিসেবে কর্মরত রয়েছি। এছাড়াও ইউটিউব এবং ইনস্টাগ্রামে ভিডিও বানিয়ে চলেছি।


Sayan Das

সম্পর্কিত খবর