বাংলাহান্ট ডেস্ক: পরপর দুঃসংবাদ এসেই চলেছে বিনোদন জগৎ থেকে। বাংলা ইউটিউবের (YouTube) জগৎ থেকেও এসে পৌঁছেছে মর্মান্তিক খবর। পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিশেষ ভাবে সক্ষম ইউটিউবার অমিত মণ্ডল (Amit Mondal)। মঙ্গলবার ফ্রেজারগঞ্জে এক দুর্ঘটনায় মাত্র ২২ বছর বয়সে স্তব্ধ হয়ে যায় তরুণ ইউটিউবারের জীবন। গোটা ঘটনায় শোকের পরিবেশ তৈরি হয়েছে ইউটিউব দুনিয়ায়।
সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে স্কুটারে করে বকখালির দিকে যাচ্ছিলেন অমিত। মুন্সিরহাট এলাকায় একটি টোটোকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ে তাঁর স্কুটার। অমিত ছাড়াও ওই স্কুটারে তাঁর পরিবারের আরো দুজন ছিলেন। দুর্ঘটনায় মাথায় গুরুতর চোট পান অমিত। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। পরে অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় অমিতকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দক্ষিণ ২৪ পরগণার ফ্রেজারগঞ্জেই বাবা মায়ের সঙ্গে থাকতেন অমিত। প্রথমে খুব একটা স্বচ্ছল অবস্থা ছিল না তাঁদের। অমিতের বাবা মা পেশায় ছিলেন সাফাইকর্মী। ছোট থেকেই টানাটানির সংসারে বড় হয়েছেন অমিত। কিন্তু তাঁর স্বপ্ন ছিল অনেক বড়। বিশেষ ভাবে সক্ষম হলেও তাঁর প্রতিভার জেরে সাফল্যের চূড়ায় উঠেছিলেন অমিত।
কলেজে পা রেখেই নিজের ইউটিউব চ্যানেল খুলেছিলেন তিনি। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের উপরে ভ্লগ বানাতেন অমিত। তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা বাড়তে বাড়তে পৌঁছে যায় ৩ লাখের উপরে। বাংলা ইউটিউব কমিউনিটিতে তাঁর জনপ্রিয়তাও ছিল ভালোই। ইউটিউবের দৌলতে সুসময়ের মুখ দেখতে শুরু করেছিল অমিতের পরিবার। কিন্তু শেষরক্ষা করা গেল না।