অমিত মণ্ডলের পর দুর্ঘটনায় মৃত্যু আরো এক ইউটিউবারের, মাত্র ২১-এ প্রাণ হারালেন দেবরাজ

বাংলাহান্ট ডেস্ক: ইউটিউব জগতে বড় ধাক্কা। প্রয়াত হলেন জনপ্রিয় ইউটিউবার দেবরাজ পটেল (Devraj Patel)। সোমবার ছত্তিশগড়ে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। ইউটিউবারের পাশাপাশি একাধারে অভিনেতা এবং কৌতুকশিল্পীও ছিলেন দেবরাজ। সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি। একটা দুর্ঘটনা কেড়ে নিল মাত্র ২১ বছরের তরতাজা একটা প্রাণ।

জানা গিয়েছে, রায়পুরে একটি ভিডিও শুট করতে যাচ্ছিলেন দেবরাজ। সঙ্গে ছিলেন তাঁর এক বন্ধুও। বাইক চালাচ্ছিলেন তিনিই। তখনি পেছন থেকে দ্রুত গতিতে আসা এক ট্রাক ধাক্কা মারে তাঁদের বাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবরাজের। তাঁর বন্ধু প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন।

devraj

নেটদুনিয়ায় খুবই জনপ্রিয় ছিলেন দেবরাজ পটেল। ইউটিউবে ৪ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে তাঁর। ইনস্টাগ্রামেও প্রায় ৬০ হাজারের কাছাকাছি ফলোয়ার রয়েছে দেবরাজের। তবে তিনি বিশেষ করে লাইমলাইটে উঠে আসেন ‘দিল সে বুড়া লাগতা হ্যায় ভাই’ কথাটা বলে। দ্রুত মিম আকারে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে কথাটা।

দেবরাজের অকালমৃত্যুতে শোকের পরিবেশ তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল একটি টুইটে শোকপ্রকাশ করে লিখেছেন, ‘দিল সে বুড়া লাগতা হ্যায় বলে কোটি কোটি মানুষের মনে জায়গা করা, আমাদের সবার মুখে হাসি ফোটানো দেবরাজ পটেল আজ আমাদের মধ্যে নেই। এত কম বয়সে এমন অদ্ভূত প্রতিভার অকালে হারিয়ে যাওয়া খুবই দুঃখজনক। ঈশ্বর ওনার পরিবার ও অনুরাগীদের শোক সামলাবার ক্ষমতা দিক। ওম শান্তি’।

দেবরাজ পটেলের মৃত্যু ফিরিয়ে এনেছে ইউটিউবার অমিত মণ্ডলের স্মৃতি। বিশেষ ভাবে সক্ষম অমিতও প্রাণ হারিয়েছিলেন এমনি এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায়। ইউটিউব জগতে বারংবার তরুণ প্রতিভাদের মৃত্যু ভারাক্রান্ত করে তুলছে মন।

Niranjana Nag

সম্পর্কিত খবর