Sandip Ghosh: দুর্নীতির অভিযোগে গ্রেফতার সন্দীপ ঘোষ, ‘কৌশিকী অমাবস্যার পাঁঠা বলি’, খোঁচা ইউটিউবারের

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ ১৬ দিন ধরে টানা সিবিআই এর জেরার পর অবশেষে গ্রেফতার হয়েছেন আরজিকর এর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। ২ রা সেপ্টেম্বর, সোমবার কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে জুনিয়র চিকিৎসকরা লালবাজার অভিযান করেন। তাঁরা যখন রাজপথে অবস্থান বিক্ষোভে, তখনই খবর আসে গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করে সিবিআই। খবর আসতেই উচ্ছ্বাসের ঢেউ ওঠে বিভিন্ন মহলে। অন্যদিকে ‘পাঁঠা বলি’ বলে কটাক্ষ করেন জনপ্রিয় ইউটিউবার লাফটারসেন (Laughtersane)।

সন্দীপ ঘোষের (Sandip Ghosh) গ্রেফতারিতে কটাক্ষ ইউটিউবারের

আরজিকর খুন এবং ধর্ষণ মামলায় সিবিআই তদন্ত ভার নিতেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় আরজিকর এর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh)। বিগত ১৬ দিন ধরে একটানা প্রতিদিন তাঁকে হাজিরা দিতে দেখা গিয়েছে নিজাম প্যালেসে। অবশেষে ২ রা সেপ্টেম্বর রাতে দুর্নীতির দায়ে তাঁকে গ্রেফতার করে সিবিআই। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এ বিষয়ে একটি ভিডিও-ও বানিয়েছেন ইউটিউবার লাফটারসেন ওরফে নিরঞ্জন মণ্ডল। এই ভিডিওটি নিয়েই চলছে চর্চা।

আরো পড়ুন : Anushka Sharma: একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক, দীপিকার সঙ্গে তুলনা টানতেই তেড়ে গেলেন অনুষ্কা

মুহূর্তে ভাইরাল লাফটারসেনের ভিডিও

নিজের চেনা ছন্দেই ভিডিও বানিয়েছেন লাফটারসেন। ভিডিওতে দেখা যায়, শাড়ি পরে সন্ধ্যাবাতি দিচ্ছেন তিনি। তখনই মোবাইলে মেসেজ আসে সন্দীপ ঘোষের (Sandip Ghosh) গ্রেফতারির। মেসেজটি দেখেই হাসিমুখে তিনি বলে ওঠেন, ‘ওই দেখো কৌশিকী অমাবস্যার পাঁঠা বলি ধরা পড়েছে’।

আরো পড়ুন : Kanchan Mallick: জুনিয়র ডাক্তারদের নিয়ে আলটপকা মন্তব্য, বোনাস বিতর্কে ট্রোল হয়েই ক্ষমা প্রার্থনা কাঞ্চনের

ভিডিওটি ভাইরাল হতে সময় লাগেনি। অনেকে হেসেই গড়াগড়ি খাচ্ছেন। অনেকে কুর্নিশ জানিয়েছেন ইউটিউবারকে বিষয়টি নিয়ে লাগাতার প্রতিবাদ করার জন্য। একজন লিখেছেন, সবে একটি পাঁঠা ধরা পড়েছে। ধীরে ধীরে আরো উৎসর্গ হবে। আবার কেউ কেউ কটাক্ষ করেছেন, ওটা অসুর হবে, পাঁঠার মতো নির্বোধ নন উনি।

Sandip Ghosh

প্রসঙ্গত, বাংলার জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে অন্যতম লাফটারসেন। আসল নাম নিরঞ্জন মণ্ডল হলেও ‘লাফটারসেন’ বা ‘বাবেশ’ নামেই বেশি জনপ্রিয় তিনি। মূলত নিত্যদিনের বিভিন্ন বিষয় নিয়ে কমেডি ভিডিও বানাতেই বেশি দেখা যায় তাঁকে। তবে আরজিকর কাণ্ডের প্রতিবাদে লাগাতার প্রতিবাদী ভিডিও, সামাজিক বার্তা মূলক ভিডিও বানাতে দেখা যাচ্ছে তাঁকে। শুধু তাই নয়, রাস্তায় নেমেও প্রতিবাদে সামিল হতে দেখা গিয়েছে লাফটারসেনকে।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর