বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই মহাসমারোহে সফর শুরু করেছিল রাজ্যের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। হাওড়া থেকে পুরী রুটে চলাচল শুরু করা এই বন্দে ভারতকে ঘিরে যাত্রীদের মধ্যেও আগ্রহ ছিল তুঙ্গে। যদিও, সফর শুরুর মাত্র দ্বিতীয় দিনেই বড়সড় প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় এই ট্রেন।
এমনকি, পুরী থেকে রওনা হয়ে হাওড়া আসার পথে ঝড়ে ওভারহেড তারে গাছ পড়ে গিয়ে ঘটে বিপত্তিও। যার ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় ওড়িশার জাজপুরের কাছে থমকে যায় যাত্রীবোঝাই ওই ট্রেন। এদিকে, ওইদিন ট্রেনটিতে সফর করেছিলেন বাংলার কিছু জনপ্রিয় ইউটিউব ভ্লগার। এমতাবস্থায়, তাঁরা সোশ্যাল মিডিয়ায় লাইভ মারফত সামগ্রিক পরিস্থিতিটি তুলে ধরছিলেন।
পাশাপাশি, প্রতি মুহূর্তের আপডেটও দিতে থাকেন তাঁরা। কিন্তু, একটা সময়ে দীর্ঘ অপেক্ষার পর ধৈর্য্যের বাঁধ ভেঙে যায় যাত্রীদের। এমনকি, রেলের তরফে সঠিক পরিষেবা দেওয়া হচ্ছেনা বলেও অভিযোগ জানান তাঁরা। তারপরেই যাত্রীদের রাগ গিয়ে পড়ে ব্লগারদের ওপরে। যার ফলে চরম হেনস্থার শিকার হতে হয় তাঁদের।
গতকালের ওই ট্রেনে উপস্থিত ছিলেন কলকাতার বাসিন্দা তথা ইউটিউব ভ্লগার শিবাজী পাল। ইউটিউবের দুনিয়ায় তিনি পরিচিত “এক্সপ্লোরার শিবাজী” নামে। তিনি প্রথম থেকেই সামগ্রিক পরিস্থিতি তুলে ধরছিলেন ইউটিউব লাইভ এবং ফেসবুকের মাধ্যমে। এমতাবস্থায়, বালাসোর স্টেশনে পৌঁছে তিনি যে লাইভটি করেন সেখানেই দেখা গিয়েছে অন্যান্য যাত্রীরা তাঁকে এবং ট্রেনে থাকা বাকি ভ্লগারদের ওই পরিস্থিতির জন্য দায়ী করছেন এবং রীতিমতো গালিগালাজ শুরু করেছেন।
এমনকি, ট্রেনটি তাঁদের জন্যই বন্ধ রয়েছে বলেও দাবি করতে থাকেন যাত্রীরা। ওই ঘটনায় হতবাক হয়ে যান শিবাজীও। মূলত, ওই সময়ে ট্রেনের এসি কাজ বন্ধ করে দেওয়ায় চরম অস্বস্তিতে পড়েন সবাই। যার ফলে ট্রেনে থাকা শিশু এবং বয়স্কদের অসুবিধার বিষয়টি বারবার লাইভের মাধ্যমে জানাতে থাকেন শিবাজী। কিন্তু, শেষপর্যন্ত তাঁকেই “টার্গেট” করে ফেলেন বাকি যাত্রীরা।
এদিকে, ভ্লগারদের বিরুদ্ধে ওই যাত্রীদের এহেন আচরণ রীতিমতো মেনে নিতে পারছেন না নেটিজেনরা। গতকালকের এই ঘটনার পরেই সমগ্ৰ সোশ্যাল মিডিয়া জুড়ে উঠছে সমালোচনার ঝড়। তবে, শেষপর্যন্ত ওই অভিযুক্ত যাত্রীদের বিরুদ্ধে হাওড়া GRP-তে শিবাজী ডায়েরি করেছেন বলেও জানা গিয়েছে।