বাংলা হান্ট নিউজ ডেস্ক: শনিবারের সন্ধ্যায় যুবভারতীতে এএফসি কাপে মুখোমুখি হওয়ার কথা ছিল এটিকে মোহনবাগান এবং বসুন্ধরা কিংসের। কিন্তু কালবৈশাখীর তান্ডবে সেই ম্যাচ শুরু হতে বেশ কিচ্ছুক্ষণ দেরি গেল। কার্যত মাঠের মধ্যে বিপর্যয় ডেকে আনলো ঝড়। অবস্থা এতটাই খারাপ হয় যে নির্দিষ্ট সময়ে ফুটবলারদের মাঠে নামাতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ
ঝড়ের প্রথম ঝাপটাতেই স্টেডিয়ামের অ্যাসবেস্টর্স উড়ে এসে মাঠে পরে৷ এরপর কয়েকটি বিজ্ঞাপনের ব্যানারেরও স্থানচ্যুতি ঘটে। তার ফলে সেই সময় ম্যাচ স্থগিত করা হয় ৷ তার কিছুক্ষণের মধ্যেই ফের ম্যাচ আরম্ভ করার চেষ্টা করা হয়। কিন্তু বজ্রপাতের তীব্রতা এত বাড়তে থাকে যে বজ্রপাতের বিরতি না হওয়া অবধি ম্যাচ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন চাইনিজ তাইপের রেফারি চেন সিন চুয়ান। প্রেস বক্সের অবস্থাও অত্যন্ত খারাপ হয়ে যায়। ফলে বিপাকে পড়তে হয় সাংবাদিকদের। শেষপর্যন্ত ম্যাচটি যখন আয়োজন হয় তখন লিস্টন কোলাসোর হ্যাটট্রিকে ভর করে ৪-০ গোলে জয় পায় সবুজ মেরুণ শিবির।
অপরদিকে আইপিএল প্লে-অফের ঠিক দু’দিন আগে কালবৈশাখীর দাপটে ক্ষতিগ্রস্ত হয় ক্রিকেটের নন্দন কানন-ও। ক্রিকেটারদের অনুশীলন পর্ব বাতিল হয়ে যায়। সেই সঙ্গে প্লে-ফে খেলার জন্য শনিবারই ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামিদের গুজরাট টাইটান্সের শহরে নামার কথা ছিল যা সম্ভব হয়নি ঝড়ের কারণে।
আগামী মঙ্গলবার প্লে-অফের আগে প্রস্তুতি নিতে চাওয়া দলগুলির ইচ্ছার কথা মাথায় রেখেই জন্যই জোগাড় করা হয়েছিল বিশেষ গ্রাউন্ড কভার। কিন্তু শনিবারের কালবৈশাখীতে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। সেই বিশেষ গ্রাউন্ড কভার উড়ে গিয়ে আউটফিল্ড সম্পূর্ণ ভিজে গিয়েছে। বেশ কয়েকটি জায়গায় গ্যালারির শেডও ভেঙে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।