পুলিসের উর্দি পরে টিকটক ভিডিও টেলিতারকার, মুহূর্তে ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সারা বিশ্বে ব‍্যাপক হারে ছড়িয়ে পড়েছে মারাত্মক করোনা ভাইরাস। বেশিরভাগ দেশই এখনও গ্রাসে রয়েছে এই ভয়ংকর ভাইরাসের। বিশ্ব স্বাস্থ‍্য সংস্থা বা ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজেশন অনেক আগেই ‘মহামারি’ ঘোষনা করেছে এই বিপর্যয়কে।
পরপর তিন দফার লকডাউনের (lockdown) পর সম্প্রতি শুরু হয়েছে আন লকডাউনের পর্ব। ধীরে ধীরে খুলছে দোকানপাট, অফিস কাছারি। শুরু হতে চলেছে শুটিংও। তাও এই অবস্থায় এখনও অনেকেই রয়েছেন গৃহবন্দি। ব‍্যতিক্রম নন তারকারাও। শুটিং শুরু না হওয়া পর্যন্ত বলিউড থেকে টলিউড সব তারকারাই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। বাড়িতে থেকেই নানা কার্যকলাপের ছবি, ভিডিও শেয়ার করছেন তাঁরা।


কেউ ছবি আঁকছেন, কেউ রান্না করছেন, বাসন মাজছেন। কিন্তু সবাই কম বেশি মিস করছেন পুরোনো দিন। অপেক্ষা করছেন ফের শুটিং শুরুর ডাক পাওয়ার। তাই বাড়ি বসেই পুরোনো ছবি, ভিডিও শেয়ার করছেন তারা। সম্প্রতি এমনই একটি টিকটক ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি করেছেন ধারাবাহিকের পরিচিত মুখ যুক্তি কাপুর। তাঁর সহ অভিনেত্রীর সঙ্গে এই টিকটক ভিডিওটি করেছেন তিনি।

https://www.tiktok.com/@yuktikapoor39/video/6807765223848611073

ভিডিওর ক‍্যাপশনে লিখেছেন, ‘এই ভিডিও তৈরির সময়টা মিস করছি’। ইতিমধ‍্যেই বহু মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও। রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছেন যুক্তি কাপুর।

সম্পর্কিত খবর

X