জ্বলছে ঢাকা, অশান্তি চরমে! হঠাৎ ইউনূসের কাছে হাজির সেনাপ্রধান, ফের বড় কিছু ঘটবে বাংলাদেশে?

বাংলাহান্ট ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কয়েক মাস পরেই নতুন করে অশান্ত হয়ে উঠল বাংলাদেশের (Bangladesh) রাজধানী শহর ঢাকা। সেনাবাহিনীর বাংলাদেশের দখল নেওয়া এবং মহম্মদ ইউনূস নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর গত রবিবার, ১০ ই নভেম্বর প্রথম কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল আওয়ামী লীগের তরফে। ঢাকায় এই কর্মসূচিকে ঘিরে রবিবার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তার মাঝেই হঠাৎ মহম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান এর সাক্ষাৎ জল্পনা বাড়িয়েছে ওয়াকিবহাল মহলে।

বাংলাদেশে (Bangladesh) অশান্তির মাঝেই সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ ইউনূসের

বাংলাদেশের (Bangladesh) ঢাকায় আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে রবিবার পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয়ের সামনে আওয়ামী লীগ কর্মীদের বিবস্ত্র করে মারধোরের অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। আওয়ামী লীগের সমাবেশ স্থল দখল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্যাডাররা। এই অশান্ত পরিস্থিতির মাঝেই ইউনূস এবং ওয়াকার-উজ-জামান সাক্ষাৎ তুলে দিয়েছে একাধিক প্রশ্ন।

Yunus and waker uz zaman meeting in Bangladesh

বৈঠকে কী বিষয়ে হল আলোচনা: কী নিয়ে আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে সে বিষয়ে কিছুই স্পষ্ট করে জানানো হয়নি সেনাবাহিনীর জনসংযোগ অধিদফতর এবং ইউনূসের প্রেস উইং থেকে। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন নিয়োগের বিষয়ে আলোচনার জন্যই মহম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান।

আরো পড়ুন : ‘যেখানেই থাকুন না কেন…’, ভারত থেকেই গ্রেফতার হবেন হাসিনা? বড় ইঙ্গিত ইউনূস সরকারের

উপদেষ্টা পরিষদ নিয়ে সিদ্ধান্ত বৈঠকে: সূত্রের খবর বলছে, ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশে (Bangladesh) ক্ষমতায় থাকতে চলেছে অন্তর্বর্তী সরকার। এমতাবস্থায় উপদেষ্টা পরিষদে সদস্য সংখ্যা আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। বর্তমানে প্রধান উপদেষ্টাকে নিয়ে উপদেষ্টা পরিষদের মোট সদস্য সংখ্যা রয়েছে ২১ জন। তবে সংখ্যা আরো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।

আরো পড়ুন : ‘দুয়া’র মধ্যেই লুকিয়ে তিন গুরুত্বপূর্ণ মহিলার নাম! রণবীর-দীপিকার মেয়ের নামের এই বিশেষত্ব জানতেন?

জানিয়ে রাখি, বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন দুজন প্রাক্তন সেনা আধিকারিক। তাঁরা হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন এবং লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে এবার এই তালিকায় যুক্ত হতে চলেছে আরো দুই আধিকারিকের নাম। কাদের নিয়োগ করা হবে না হবে সে বিষয়েই নাকি আলোচনা হয়েছে ইউনূস এবং ওয়াকার-উজ-জামান এর মধ্যে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর